কাচ্চি বিরিয়ানি রেসিপি - anyupay.com

কাচ্চি বিরিয়ানি রেসিপি

কাচ্চি বিরিয়ানি রেসিপি- ঈদে যত নাস্তাই হোক না কেন, পোলাও বা বিরিয়ানি ছাড়া কী যায়? খাবার টেবিলে ভাতের থালা ভর্তি কাচ্চি বিরিয়ানি দেখলে মন ভরে যায়, সুগন্ধে অর্ধেক খাবার খাওয়া হয়ে যায়। এই ঈদে নিজেই কাচ্চি বিরিয়ানি বানানোর সাহস করুন। সব মশলা নিখুঁত হলে ঘরে বসেই রেস্টুরেন্ট এর মত কাচ্চি বিরিয়ানি তৈরি করা সম্ভব। জেনে নিন কাচ্চি বিরিয়ানি রেসিপি তৈরীর সহজ পদ্ধতি।

কাচ্চি-বিরিয়ানি-রেসিপি

কাচ্চি বিরিয়ানি রেসিপি তৈরির উপকরণ:

  • গরুর মাংস ২ কেজি
  • লবণ পরিমাণ মতো
  • তেল ১/২ কাপ
  • ঘি ১/৪ কাপ
  • মালাই ১/২ কাপ
  • আদার পেস্ট ১/৪ কাপ
  • রসুন পেস্ট ১/৪ কাপ
  • টক দই ১/২ কাপ
  • বাসমতি চাল ১ কেজি
আরো জানুন:   পুলি পিঠা তৈরি করার নিয়ম

এছাড়া আরো কাচ্চি বিরিয়ানি মসলা লিস্ট

  • জাফরান
  • দারুচিনি গুঁড়া ১/২ চা চামচ
  • এলাচ গুঁড়া ১/২ চা চামচ
  • লবঙ্গ ৩/৪টি
  • জায়ফল-জয়ত্রী গুড়া ১/২ চা চামচ
  • শাহী জিরা ১/৪ চা চামচ
  • আস্ত দারুচিনি 2/3
  • সাদা গোলমরিচের গুঁড়া দেড় চা-চামচ
  • মরিচ পেস্ট ১ টেবিল চামচ
  • পেস্তা বাদামের বাটা ১/৪ কাপ
  • বে পাতা 5/6
  • 10টি ছোট গোল আলু
  • পেঁয়াজ বারিস্তা ১ কাপ
  • আলুবোখারা ৭/৮টা বাজে
  • কিসমিস 10/15 ঘন্টা
  • মরিচ ৫/৬টি
গুগল নিউজে ANYUPAY সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

কাচ্চি বিরিয়ানি রেসিপি তৈরি প্রস্তুত প্রণালী: 

মাংস ধুয়ে বড় টুকরো করে কেটে নিন। দইয়ে দারুচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, হলুদের গুঁড়া মিশিয়ে মাংসের সঙ্গে দই মিশিয়ে নিন। এরপর মাংসে জৈত্রী, সাদা গোলমরিচ, আদা-রসুন বাটা এবং অন্যান্য সব মশলা ও তেল দিন। লবণাক্ত পানিতে বাসমতি চাল আধা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। আলু ভেজে সেদ্ধ করে নিন। পেঁয়াজ ভাজুন। রান্নার পাত্রে মশলা মাখানো মাংস ঢেলে দিন। এর ওপর ভাজা আলু ও পেঁয়াজ ছড়িয়ে দিন। এর ওপর সমানভাবে আধা সেদ্ধ চাল ছড়িয়ে দিন।
ওপরের স্তরে ঘি, মালাই, কিশমিশ, আলু ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এবার একটি ঢাকনা দিয়ে পাত্রটি বন্ধ করুন। ময়দা দিয়ে ঢাকনা বন্ধ করুন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ওপর পাত্রটি রাখুন। অল্প আঁচে দেড় ঘণ্টা রাখুন। সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার কাচ্চি বিরিয়ানি রেসেপি

শেষ কথা

আজকের আর্টিকেলের মাধ্যমে কাচ্চি বিরিয়ানি রেসিপি (kacchi biryani recipe) তৈরি সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। রেসিপি বিষয়ে আরো সুন্দর সুন্দর এরকম আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url