হাড়ি কাবাব রেসিপি - anyupay.com

হাড়ি কাবাব রেসিপি

 হাড়ি কাবাব রেসিপি - আমরা সব ধরনের কাবাব খাই। তবে এর জন্য কিছু উদ্যোগ প্রয়োজন। যেমন বারবিকিউ মেকার বা কয়লার চুলা। কিন্তু এগুলো সাধারণত হাতে পাওয়া যায় না। কিন্তু হাড়ি কাবাব তৈরি করতে আপনাকে এগুলি ব্যবহার করতে হবে না। যা সহজেই ঘরে তৈরি করা যায়। আসুন জেনে নিই কীভাবে রান্না করবেন হাড়ি কাবাব রেসিপিটি।


হাড়ি-কাবাব

হাড়ি কাবাব রেসিপি তৈরির উপকরণ

  • হাড়বিহীন গরুর মাংস-১ কেজি,
  • টক দই-১ কাপ, 
  • পেঁয়াজের পেস্ট-১ কাপ, 
  • কাটা পেঁয়াজ-২ টেবিল-চামচ (ভাজার জন্য), 
  • রসুন বাটা-২ টেবিল-চামচ,
  • আদা বাটা-১ টেবিল-চামচ, 
  • কাঁচা মরিচের পেস্ট-১/২ চা-চামচ, 
  • জায়ফল-১/৪ চা-চামচ,
  • গোল মরিচ গুঁড়া-২ চা-চামচ,
  • জিরা গুঁড়া-১ চা-চামচ, 
  • ধনে গুঁড়া (গুঁড়া)-২ চা-চামচ, 
  • হলুদের গুঁড়া-১ চা-চামচ, 
  • কাঁচা মরিচ-২  টা,
  • ভিনেগার (বা লেবুর রস),
  • তেল-১ কাপ,
  • আধা-১ চা-চামচ,
  • তেজপাতা-২ টি,
  • দারুচিনি-৪ পিস,
  • লবঙ্গ-৪/৫ টি, 
  • লবণ- পরিমাণ মতো।

হাড়ি কাবাব রেসিপি তৈরির পদ্ধতি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংসের টুকরোগুলো মেরিনেট করার জন্য আস্ত মরিচ ও ভিনেগার বাদে সব মশলা ও অন্যান্য উপকরণ দিয়ে মেশান। মশলা ভালোভাবে মিশে গেলে এখন ভিনেগার (বা লেবুর রস) যোগ করুন। মাংসের কিমা 2 ঘন্টা ফ্রিজে রাখুন (5-6 ঘন্টা ভাল) (ডিপ ফ্রিজারে রাখবেন না)।

রান্নার জন্য, হাঁড়িতে দেড় কাপ তেল দিন এবং পেঁয়াজ বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। একটি আলাদা পাত্রে অর্ধেক রোস্ট রেখে কাবাবের ওপর ছড়িয়ে দিন। এবার বাকি তেলে ম্যারিনেট করা মাংস ছেড়ে কিছুক্ষণ নাড়ুন। কয়েক মিনিট পর আস্ত কাঁচা মরিচ ও সামান্য পানি দিন। ভালো করে মেশান, প্যান থেকে ঢাকনা সরিয়ে আঁচ কমিয়ে দিন। এই অবস্থায়, মাংস রান্না করা হবে। মাঝে মাঝে ঢাকনা নাড়ুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে আরেকবার নাড়ুন, স্টিমারে কিছুক্ষণ রেখে দিন। কিছুক্ষণ পর মাংসের ওপর তেল উঠে এলে কাবাবের হাড়িগুলো চুলা থেকে নামিয়ে নিন। হাড়ি কাবাব রেসিপি তৈরি। সুস্বাদু হাড়ি কাবাবটি ভাত, পোলাও ও রুটির সাথে খাওয়া যায়।

শেষ কথা

আজকের আর্টিকেলের মাধ্যমে হাড়ি কাবাব রেসিপি তৈরির সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। রেসিপি বিষয়ে আরো সুন্দর সুন্দর এরকম আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

আরও পড়ুন:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url