হালিম রেসিপি - anyupay.com

হালিম রেসিপি

ইফতারে ভাজা খাবারের সঙ্গে হালিম রাখতে পারেন। হালিম খুবই সুস্বাদু খাবার। কিন্তু বাজার থেকে হালিম না কিনে রেসিপি জেনে বাড়িতেই তৈরি করতে পারেন মজাদার স্পেশাল হালিম রেসিপি

হালিম-রেসিপি

হালিম রেসিপি তৈরির উপকরণ

  • ভাজা মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, মাশকলাই ডাল, মাখন ডাল আধা কাপ।
  • এক কেজি মাংস।
  • পোলাও চাল এক কাপ, গম আধা কাপ।
  • চার-পাঁচটি পেঁয়াজ কুচি, রসুনের কুচি দুই কোয়া।
  • পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দুই টেবিল চামচ।
  • শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া এক চামচ।
  • সাত-আটটি কাঁচা মরিচ।
  • আধা কাপ আদা কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি।
  • আধা কাপ টক দই।
  • এলাচ, দারুচিনি, দুটি তেজপাতা।
  • লবণ পরিমাণ মতো।
  • সয়াবিন তেল।
গুগল নিউজে ANYUPAY সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

হালিম রেসিপি তৈরি পদ্ধতি

প্রথমে সব ডাল একসাথে সেদ্ধ করে নিন। এরপর গম-চাল সিদ্ধ করে নিন। এবার মাংস ছোট ছোট টুকরো করে কেটে দইসহ কিছু মসলা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি প্যানে তেলে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। তার আগে কিছু ভাজা পেঁয়াজ দিয়ে রাখুন। এবার সব মসলা ও পানি দিয়ে মাংস কষিয়ে নিন। কষানো হলে সেদ্ধ ডাল-ভাত মিশিয়ে রান্না করুন। তারপর ভেজানো গম যোগ করুন। গরম পানি দিন। ঘন হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। ঘন হয়ে এলে পরিবেশন পাত্রে ঢেলে দিন। ইফতারে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি ও সামান্য আদা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন।

শেষ কথা

আজকের আর্টিকেলের মাধ্যমে হালিম রেসিপি তৈরি সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। রেসিপি বিষয়ে আরো সুন্দর সুন্দর এরকম আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url