ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে
আমরা জানি যে লাইসেন্স ছাড়া ড্রাইভিং করা দন্ডনীয় অপরাধ। তাই ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে সেটা সবার আগে জানা প্রয়োজন।
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে
আমরা অনেকেই বিদেশে ভ্রমণের সবারই ইচ্ছে থাকে। এর মধ্যে কিছু মানুষ নিজের মোটরসাইকেল সঙ্গে নিতে চান কিন্তু ব্যক্তিগত মোটরযান নিয়ে দেশের বাইরে যেতে চাইলে আপনার কাছে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট পাওয়ার প্রথম শর্ত হচ্ছে বৈধ বাংলাদেশী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার যদি মোটরযান চালানোর বাস্তব জ্ঞান থাকে আপনাকে আর কোন পরীক্ষা দিতে হবে না। দা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান দেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে থাকেন।আপনাদের প্রথমে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এর আবেদনের পত্র গ্রহণ করতে হবে আবেদনপত্র দা অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ থেকে সরাসরি সরাসরি যে সংরক্ষণ করতে হবে।এছাড়া বিআরটিএর ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করতে পারে ।
আরও জানতে ঃ
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে
আপনাকে জানিয়ে রাখা ভাল হবে লাইসেন্স দেওয়ার আগে বিআরটিএ তিনস্তরের পরীক্ষার মাধ্যমে লাইসেন্স প্রদান করে থাকে নিরাপদ সড়কের জন্য চালকের প্রশিক্ষণ ও লাইসেন্স খুবই প্রয়োজনীয়।কারণ চালকের মতো পথচারীরও নিরাপত্তা বাড়বে। বিভিন্ন প্রকার অনুযায়ী লাইসেন্স ৫ ধরনের । যেমন-
- শিক্ষানবীশ লাইসেন্স
- অপেশাদার লাইসেন্স
- পেশাদার লাইসেন্স
- ইনস্ট্রাকটর লাইসেন্স
- পি.এস. ভি লাইসেন্স
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য ১৮ বছর এবং পেশাদার ২০ বছর বয়স্ক ব্যক্তি আবেদনকরতে পারবেন। কমপক্ষে অষ্টম শ্রেনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শিক্ষানবিস ফি :
আপনাকে শিক্ষানবিস থেকে পূর্ণমেয়াদের লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত পরীক্ষা দিতে হয়।এরজন্যও রয়েছে আলাদা আলাদা ফি রয়েছে।
আপনার শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পেতে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে তা নিম্নে দেয়া হল :
- ০১. নির্ধারিত ফরমে আবেদন
- ০২. ন্যাশনাল আইডি কার্ডের (জাতীয় পরিচয়পত্র) সত্যায়িত ফটোকপি
- ০৩. রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট
- ০৪ সদ্য তোলা ৩ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
- ০৫. নির্ধারিত ফি জমাদানের রশিদ
- তিনটি পরীক্ষায় পাশ করার পর নির্দিষ্ট ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি দিয়ে স্মার্টকার্ড
- ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
- নির্ধারিত দিনে গ্রাহকের (ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ) দেওয়ার জন্য
উপস্থিত হতে হয় ।
ড্রাইভিং লাইসেন্স করার খরচ
ড্রাইভিং লাইসেন্স তৈরীর প্রায় প্রতিটি পর্যায়েই নির্ধারিত ফি জমা দিতে হয়। নিচে এগুলোর তালিকা দেওয়া হলঃলার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর খরচঃ
- ক্যাটাগরি-১: শুধুমাত্র এক ধরনের যানবাহন চালানোর জন্য প্রযোজ্য লাইসেন্স-এর ক্ষেত্রে- ৩৪৫ টাকা
- ক্যাটাগরি-২: গাড়ি এবং মোটরসাইকেল উভয়ের লাইসেন্স-এর ক্ষেত্রে- ৫১৮ টাকা
স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর খরচঃ
- পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর ক্ষেত্রেঃ ১৬৭৯ টাকা (৫ বছরের নবায়ন ফি সহ)
- অপেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর ক্ষেত্রেঃ ২৫৪২ টাকা (১০ বছরের নবায়ন ফি সহ)
আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স-এর খরচঃ
- ১২ কর্মদিবসে লাইসেন্সটি পেতে হলেঃ ২৫০০ টাকা
- ৫ কর্মদিবসে লাইসেন্সটি পেতে হলেঃ ৩৫০০ টাকা