নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৪
এখন কথা হচ্ছে নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম কি? স্কুল কলেজের বা প্রাথমিক বিদ্যালয় উপবৃত্তির টাকা নগদ একাউন্টে এসেছে কি না দেখবেন কিভাবে। নগদ উপবৃত্তির টাকা দেখার জন্য ২০২৪ সালে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। নিচে প্রক্রিয়াটি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো:
বর্তমানে বেশিরভাগ স্কুল কলেজের উপবৃত্তির টাকা নগদে দিয়ে থাকে। আজকে আমরা আপনাদের জানাবো নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে। আজকের আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো আর্টিকেলটার পড়বেন আপনার সমস্যা খুঁজে নিবেন আশাকরি আপনার উপকার হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম।
মোবাইলে উপবৃত্তির টাকা চেক করার নিয়ম। নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
- প্রথমে আপনাকে আপনার বাটন বা স্মার্ট মোবাইল থেকে *167# ডায়াল করতে হবে
- এর পর মেনু অপশন থেকে My Nagad অপশনটি নির্বাচন করুন।
- এর পরে চেক ব্যালেন্সের অপশনটি বিকল্পটি বেছে নিন।
- তারপর আপনার নগদ অ্যাকাউন্টের গোপন পিন নম্বর লিখুন এবং সাবমিট বাটন বা সেন্ড এ ক্লিক করুন।
- কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা রয়েছে দেখতে পাবেন
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৪
উপবৃত্তির টাকা নগদ একাউন্টে এসেছে কি না জানি না। তাই এর ওর কাছে গিয়ে বলি টাকা আসছে কিনা।টাকাটা কিভাবে দেখতে হয় আমরা জিজ্ঞেস করে থাকে আমরা জানি যে সরকারি বিভিন্ন ভাতা নগদ এর মাধ্যমে সরকার দিয়ে থাকেন তারপর আমরা নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম সম্পর্কে জানাবো। চলুন জেনে নেই কিভাবে নগদ উপবৃত্তির টাকা দেখবেন।
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
মূলত আমাদের নগদ একাউন্টে টাকা দেখতে গেলে তিন ধরনের নিয়ম রয়েছে চলুন দেখে নেয়া যাক
- এসএমএস চেক এর মাধ্যমে
- ইউএসএসডি কোডের মাধ্যমে
- অ্যাপের মাধ্যমে
এসএমএস পদ্ধতিতে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
আপনি কি জানেন নগদ একাউন্টে টাকা তোলার আগে নগদ একাউন্টে টাকা আসছে কিনা সেটা আগে যাচাই করতে হবে নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম জানার আগে অন্যতম একটি কাজ হচ্ছে নগদ টাকা চেক করা। নগদ অ্যাকাউন্টের টাকা দেখার বিশেষ একটি মাধ্যম এসএমএস মাধ্যম। প্রিয় পাঠক, আমাদের নগদ উপবৃত্তি প্রাথমিক বিদ্যালয় বা স্কুল/কলেজের টাকা আসলে। প্রথমে আমাদের ফোনে এসএমএস এসে থাকে আবার অনেক সময় এসএমএস থাকে না । আপনার মোবাইলে এসএমএস কোথায় জমা হয়ে থাকে এটা হয়তো আপনি ভালো করেই জানেন। প্রথমে আপনার মবাইলের এসএমএস এর ইনবক্স পরিক্ষা করুন। দেখুন টাকা আসার কোন এসএমএস আছে কি না। যদি ভুল বসত এসএমএস ডিলেট হয়ে যায় বা এসএমএস না এসে থাকে তাহলে নিচের মাধ্যমটি ফলো করুন। এই নিয়মটি নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম।
কোডের মাধ্যমে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে নগদ উপবৃত্তির টাকা দেখার যায় নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম এর এই ধাপটি হচ্ছে ডায়াল কোডের মাধ্যমে টাকা দেখা। যা আমাদের ফোনে আসা এসএমএস ডিলেট হয়ে গেলে কিংবা এসএমএস না আসলেও ডায়াল কোডের মাধ্যমে খুব সহজেই আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের টাকা চেক করতে পারি। এজন্য প্রথমে আপনার ফোন থেকে ডায়াল প্যাডে যেতে হবে ডায়াল প্যাডে গিয়ে লিখবেন *167# টি। এরপর আপনার যেই নাম্বারে নগদ খোলা আছে ঐ নাম্বার দিয়ে কল করতে হবে। নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম হিসেবে এই উপায়টি বেশি ব্যবহার হয়ে থাকে।
প্রয়োজনীয় আরও কিছু বিষয় দেখে আসতেপারেন
- নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৪
- জাতীয় পরিচয়পত্র ছাড়াই নগদ একাউন্ট খোলার নিয়ম
- নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৪ | Nagad account check code
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম হিসেবে ঐ কোড নাম্বারে কল করার পর আপনার কাছে নতুন একটি পপআপ মেনুটি আসবে। এখানে আপনাকে ৪ সংখ্যার পিন সেট করতে হবে। পিন সেট করার সময় একদম সহজ পিন দেওয়া থেকে বিরত থাকুন এবং একই সংখ্যা দিয়ে ৪ সংখ্যার পিন দিলে হবে না। পিন নাম্বার দেওয়ার পর নিচের ছবির মত একটি মেনু আসবে আপনার সামনে। আর যদি আপনি পূর্বেই আপনার নগদ অ্যাকাউন্টে পিন সেট করে থাকেন থাহলে সরাসরি নিচের অপশন/ মেনুটি শো করবে।
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
এরপর আপনি এই মেনু থেকে আপনাকে চলে যেতে হবে ৭ নাম্বার অপশনে (7.My Nagad)। ৭ নাম্বার অপশনে যাওয়ার জন্য নিচের ফাঁকা জায়গায় 7 লিখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম হিসেবে আপনাকে ৭ নাম্বারেই যেতে হবে।
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম পোষ্টের পরবর্তী ধাপে আপনার সামনে এই রকম মেনু অপশন ওপেন হবে। এখান থেকে আপনাকে যেতে হবে ১ নাম্বার অপশনে। ১ নাম্বারে রয়েছে (1. Balance Enquiry)। ১ নাম্বার অপশনে যাওয়ার জন্য নিচের ফাঁকা জায়গায় ১ লিখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে।
আমাদের আর্টিকেল টি পাবেন গুগল নিউজ পাবলিকেসনে
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
আপনার নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম এর এই ধাপে আপনার পিন দেবার উইন্ডোজ আসবে পিন দেবার পর সেন্ড করার অপশন আসবে। আপনার নগদের পিন বসিয়ে সেন্ড এ ক্লিক করবেন। এটি হচ্ছে নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম। এ
অ্যাপের মাধ্যমে নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদে উপবৃত্তির টাকা ক্যাশ আউট করার নিয়ম
আপনার নগদে উপবৃত্তির টাকা বের করার জন্য আপনার ফোনে ডায়াল করতে হবে *167# কোড। এবার ওপেন হওয়া মেনু অপশনগুলো থেকে ক্যাশ আউট (Cash Out) অপশনে চলে যাবেন। Cash Out অপশনটি রয়েছে 1 নাম্বারে এক লিখে সেন্ড করুন। এরপর আপনি যেই দোকান থেকে টাকা তুলতে চাচ্ছেন তার নগদ উদ্যোক্তা নাম্বার বসিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনার সামনে অ্যামাউন্ট (Amount) দিতে হবে অ্যামাউন্ট কত টাকা তুলবেন তা লিখে সেন্ড করুন। অর্থাৎ আপনি কত টাকা বের করবেন। টাকার পরিমাণ বসিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন। এই ধাপে আপনার কাছে পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে প্রেস করুন। পিন নাম্বার দেওয়ার আগে অবশ্যই এজেন্ট নাম্বার এবং টাকার পরিমাণ ভালো করে দেখে নিন। নাম্বার ভুল হলে টাকা অন্য জায়গায় চলে যাবে। এভাবে আপনি আপনার নগদের টাকা তুলতে পারবেন।
নগদ উপবৃত্তি প্রাথমিক বিদ্যালয় টাকা দেখার নিয়ম
নগদ উপবৃত্তি প্রাথমিক বিদ্যালয় বা স্কুল/কলেজের টাকা এসে থাকলে এখন আপনি নগদের দোকানে গিয়ে বললেই তারা আপনার টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক্ষেত্রে অবশ্যই আপনার নগদ একাউন্ট এর নাম্বার এবং আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি প্রয়োজন হবে।
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম
নগদ উপবৃত্তির টাকা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম একই
নগদে ক্যাশ আউট কি
নগদ মোবাইল ব্যাংকিং সেবায় একাউন্ট থেকে অর্থ উত্তোলন এর প্রক্রিয়াকে সাধারণত ক্যাশ আউট বলা হয়। আপনার নগদ একাউন্ট থেকে টাকা উঠানোর প্রক্রিয়াকে টাকা তোলার বা উত্তোলন করাকে নগদে ক্যাশ আউট বলা হয়। ক্যাশ আউট এর মাধ্যমে একাউন্ট থেকে টাকা সরাসরি হাতে পাওয়া যায়।
নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত
চার্জের দিক থেকে বলতে গেলে অন্যান্য অপারেটর অপেক্ষা তুলনামূলকভাবে কম যার ফলে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণকারী নগদ ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। নগদে ক্যাশ আউট করার সময় নগদ অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমান চার্জ ধার্য করে যা ঐ অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হয়। সাধারণত প্রতি ১০০০ টাকায় আপনার ক্যাশ আউট খরচ হবে ১৪. ৯৪ টাকা (ভ্যাটসহ)।
নগদে ক্যাশ আউট কোথায় করবেন
আপনার নিকটস্থ ফ্লেক্সিলোডের দোকান অথবা নগদ উদ্যোক্তা নগদ উদ্যোক্তার কাছে আপনি নগদে ক্যাশ আউট করতে পারবেন।আপনি চাইলে নগদ ওয়েবসাইট থেকে উদ্যোক্তা লোকেটর ফিচারটির ব্যবহার করার মাধ্যমে আপনার আশেপাশে থাকা নগদ উদ্যোক্তাদের আপনি সহজেই খুঁজে নিতে পারেন। তাছাড়া নগদ ক্যাশ পয়েন্ট ছাড়াও আজকাল বিভিন্ন দোকানেও নগদে ক্যাশ আউট করা যায়।
অন্যান্য মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট উপায় অ্যাপে এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। কিন্তু নগদ তবে কোন ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান না হওয়ায় ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা এখনো পাওয়া যায়নি।
নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম
নগদ অ্যাপ ও মোবাইল মেন্যু ব্যবহার করে নগদে ক্যাশ আউট করা যায়। তাই আমি আপনাদের কাছে উভয় পদ্ধতিতে নগদে ক্যাশ আউট করার নিয়মাবলী তুলে ধরছি-
- *167# ব্যবহার করে নগদে ক্যাশ আউট বা টাকা তোলার নিয়ম
- নগদ মোবাইল মেন্যু থেকে *167# নাম্বারে ডায়াল করুন
- ক্যাশ আউট অপশন বাছাই করতে ১ লিখে রিপ্লাই দিন
- এরপর নগদ উদোক্তার নাম্বার লিখে সেন্ড করুন
- ক্যাশ আউট করতে চাওয়া এমাউন্টটি প্রদান করে
- অতঃপর এই ধাপে আপনার কাছে পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে প্রেস করুন
উপরিউক্ত বিষয়াদি যদি সব ঠিকঠাক করে থাকেন তাহলে আপনি নগদ থেকে ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউট এর পর নগদ উদ্যোক্তা হতে আপনার ক্যাশ আউট এর টাকা বুঝে নিন। উক্ত উদ্যোক্তার সাথে ক্যাশ আউট সম্পর্কিত কোন সমস্যা হলে শীঘ্রই নগদ হেল্পলাইন নাম্বারে কল করুন।
নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট
- প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে নগদ একাউন্টের অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং সেট আপ করুন তারপর অন করুন বা ওপেন করুন ওপেন করা শেষ হলে আপনার নম্বরটি দিন এবং পিন নাম্বারটি দিয়ে নগদ একাউন্টে ওপেন করে নিন
- এরপর “Cash Out / ক্যাশ আউট” অপশনটি সিলেক্ট করুন
- নগদ উদ্যোক্তার কাছ থেকে নাম্বার নিয়ে তা সতর্কতার সাথে মোবাইলে লিখুন। তবে সবচেয়ে নিরাপদ হচ্ছে নগদ এজেন্ট বা উদ্যোক্তার QR Code কিউআর কোড স্ক্যান করে ক্যাশ আউট করা
- উদ্যোক্তার নাম্বার এন্টার করার পর কত টাকা ক্যাশ আউট করতে চান তার এমাউন্ড লিখে পরবর্তী ধাপে এগিয়ে যান
- এরপর আপনার নগদ একাউন্টের পিন প্রদান করুন
- সবশেষে নগদ আইকনে ট্যাপ করে ধরে রাখুন, ২ সেকেন্ডের মধ্যে ক্যাশ আউট প্রক্রিয়া সম্পন্ন হবে।
- লেনদেন সফল (Transaction Successfull) মেসেজ দেখার পর নগদ অ্যাপ থেকে বের হয়ে আসুন।
নগদ ক্যাশ আউট লিমিট
বাংলাদেশের যেকোনো ব্যাংকিং সেবায় লিমিট রয়েছে নগদ এর ব্যতিক্রম নয় নগদ ক্যাশ আউট করার একটি দৈণিক ও মাসিক লিমিট আছে। নগদ ক্যাশ আউটের দৈনিক ও মাসিক লিমিট নিম্নে দেওয়া হলঃ
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়মনগদ ক্যাশ আউটে সমস্যা হলে করণীয়
যদি কখনো যান্ত্রিক বা অন্য কোনো সমস্যার কারণে নগদ একাউন্ট এর ক্যাশ আউট ফিচার কাজ না করে তখন ক্যাশ আউট করতে না পারলে নগদ এজেন্ট আপনাকে সঠিক নাম্বার প্রদান করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন। এক্ষেত্রে আপনাকে সঠিক নাম্বার দিয়ে থাকলে তৎক্ষণাৎ আপনার প্রোফাইল লিমিট ও স্ট্যাটাস চেক করুন।
নগদে ক্যাশ আউট দৈনিক ও মাসিক ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক বার ও নির্দিষ্ট পরিমাণে করা যায় বিধায় আপনি লিমিটের বাইরে ক্যাশ আউট করতে পারবেন না। সবকিছু চেক করে কোন খুব সমস্যা খুজে না পাওয়া গেলে নগদ কাস্টমার কেয়ার 1616 নাম্বারে কল করুন।
নগদ একাউন্ট সম্পর্কে অন্যান্য তথ্য
আমাদের আজকের পোষ্ট নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি, নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম দেখার পর আপনি খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্টের টাকা দেখতে পারবেন। এছাড়াও আমরা আলোচনা করেছি নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম সম্পর্কে। পোষ্টটি উপকারে আসলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ ।