মোবাইলের মাধ্যমে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম - anyupay.com

মোবাইলের মাধ্যমে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

অনেকে প্রশ্ন করেন মোবাইলের মাধ্যমে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কি? নগদ বিদ্যুৎ বিল চার্জ কত? নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া যায় কি এনি উপায় বলে, পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ সহ অনেক ফিচার আছে যা আপনি এই পোস্ট এর মাধ্যমে যানতে পাবেন। যা আমরা বিস্তারিত ভাবে দেখিয়ে দিবো  আশা করবো আপনি আমা্দের সাথেই থাকবেন

মোবাইলের মাধ্যমে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২২

বাংলাদেশের মধ্যে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নগদ তাদের ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা  নিয়ে এসেছে। যা এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আপনাকে  অপেক্ষা করতে হবে না। চাইলে ঘরে বসে থেকে আপনি খুব সহজেই নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তবে এক্ষেত্রে বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে যা আমরা এখানে যথাযথ ভাবে  আলোচনা করেছি। পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন আপনারই উপকার হবে। তাই চলুন জেনে নেয়া যাক আজকের আলোচিত বিষয় গুলো সম্পর্কে
  • নগদ বিদ্যুৎ বিল চার্জ কত
  • পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
  • মোবাইলে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায়
  • পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে বিস্তারিত 

নগদ পল্লী বিদ্যুৎ বিল চার্জ কত | Nagad Palli Bidyut Bill Charge

নগদ বিল পে করার জন্য আপনাকে কোন প্রকার চার্জ দিতে হবে না। তারা বর্তমানে নগদ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থার মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করেছে । তাই অন্যান্য ব্যাংকিং সেবা থেকে নগদ একটু আলাদা আপনি চাইলে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল  দিতে পারেন ঘরে বসে

এখন অনেকেই প্রশ্ন করতে পারেন অন্যান্য মোবাইল ব্যাংকিং চার্জ নিলেও নগদ কেন বিদ্যুৎ বিল পে করার ক্ষেত্রে চার্জ নেয় না? 

আসলে  এর সহজ উত্তর হল নগদ যেহেতু বাংলাদেশ সরকারের অংশীদার হিসেবে কাজ করে তাই এক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে থাকে। ফলে বিদ্যুৎ বিল সহ বিভিন্ন সার্ভিস প্রদানের ক্ষেত্রে নগদ কোন প্রকার চার্জ নেয় না।তাহলে আপনি আশা করি বিষয় টা বুঝতে পেরেছেন।



পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আপনি ইচ্ছা করলে নগদ ব্যবহার করে পল্লী বিদ্যুতের বকেয়া বিল ঘরে বসে পরিশোধ করতে পারবেন 
সেই ক্ষেত্রে আপনাকে গত মাসের বিল এর সঙ্গে অতিরিক্ত ফি যোগ করে দেবে তা সহ বর্তমান মাসের যা বিল একত্রিত করে সেই বিলটি পরিশোধ করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে 

বিদ্যুৎ বিল গণনার জন্য তারা  ব্যবহৃত ইউনিট এর পরিমাণ গণনা করে প্রতি ইউনিট মূল্য গুণন ব্যবহৃত ইউনিট ইকুয়াল যত টাকা হয় সেভাবেই আপনাকে প্রদান করতে হবে

নগদে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম - নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বকেয়া বিল বলতে গত মাসের যে বিদ্যুৎ বিল টি আপনার এসেছিল সেটি কোন কারণে দিতে পারেন নাই সে ক্ষেত্রে সেই বিদ্যুৎ বিল টি বকেয়া হিসেবে পরিগণিত হবে এক্ষেত্রে গত মাসের বিদ্যুৎ বিল টি বর্তমান মাসে বিল এর সঙ্গে যুক্ত হয় মোট বিল প্রদান করবে কিছু টাকা জরিমানা নিবে তখন আপনাকে দুই মাসের বিল একসঙ্গে প্রদান করতে হবে

আমাদের আর্টিকেল টি পাবেন গুগল নিউজ  পাবলিকেসনে

কিভাবে নগদ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল দিতে হয়?

  • প্রথমে আপনার মোবাইল নাম্বার দিন এবং ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপে লগ ইন করুন। পরে "Bill Pay" অপশন সিলেক্ট করুন।
  • এবার বিল পে তে সিলেক্ট করুন। বিলার হিসেবে আপনাকে ডেসকো বা নেসকোকে সিলেক্ট করতে হবে। কারণ এই দুইটি কোম্পানি ছাড়া অন্য কেউ পোস্টপেইড বিল নেয় না।
  • আপনাকে এরপর "Bill No" নির্ভুলভাবে দিতে হবে। ডেসকো কিংবা নেসকো থেকে আপনাকে যে  বিল কপি দেওয়া হবে সেখানে একটি বিল নাম্বার দেওয়া হবে। সেটি এখানে প্রদান করতে হবে।
  • বিল নং দেওয়ার পর নেক্সট বাটন বা পরবর্তী ধাপ বাটনে চাপ দিবেন।
  • এখন আপনার সামনে বিলের পরিমাণ ও বকেয়ার সময়কাল প্রদর্শিত হবে। এবার আপনাকে নিচের পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
  • নগদ একাউন্টের পিন কোডটি প্রদান করে নেক্সট  বাটনে ক্লিক করবেন।
  • এবার নগদের আইকনে ট্যাপ করে ধরে রেখে পে বিল কনফার্ম করুন।
  • আপনার কনফার্মেশন মেসেজ যদি বিল  সাকসেসফুল দেখায় সে ক্ষেত্রে মেসেজটি সংরক্ষণ করে রাখতে পারেন 
  • এবার আপনার প্রদত্ত পল্লী বিদ্যুৎ বিলের বিবরণী দেখতে পারবেন। তবে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার ক্ষেত্রে ডিজিটাল রিসিট প্রদান করলেও নগদে সেটি করা হয় না।

কিভাবে নগদ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল দিবেন - নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল দিবেন

নগদ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল দিবেন


  1. প্রথমে মোবাইল নাম্বার দিন ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপে লগ ইন করুন। পরে "Bill Pay" অপশন সিলেক্ট করুন।
  2. এবার বিলার সিলেক্ট করুন। বিলার হিসেবে আপনার পল্লী বিদ্যুৎ বিপণনকারী প্রতিষ্ঠানকে সিলেক্ট করবেন।
  3. কাস্টমার/ একাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কাস্টমার নাম্বার হলো আপনার কার্ডে লেখা নাম্বার। আপনি যে কোম্পানির বিদ্যুৎ কার্ড নেন না কেন একটি ইউনিক একাউন্ট নাম্বার দেওয়া হবে।
  4. মোবাইল নাম্বার হিসেবে আপনার নিজের নাম্বার দিবেন। নিজের পার্সোনাল একাউন্ট থেকে বিদ্যুৎ বিল দিলে উক্ত নাম্বারটিও দিতে পারেন।
  5. বিলের পরিমাণ টাইম করে নেক্সট বাটনে চাপ দিবেন।
  6. নগদ একাউন্টের পিন কোডটি প্রদান করে নেক্সট বাটনে ক্লিক করবেন।
  7. এবার নগদের আইকনে ট্যাপ করে ধরে রেখে পে বিল কনফার্ম করুন।
  8. বিল পদান সম্পন্ন হলে সাথে সাথে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন।
  9. এবার আপনার প্রদত্ত পল্লী বিদ্যুৎ বিলের রিসিট দেখুন ও সেভ কিংবা প্রিন্ট করে রাখুন।

নগদের মাধ্যমে বাটন ফোনে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

ঘরে বসে থেকে আপনি খুব সহজেই *১৬৭# ডায়াল করে নগদে বিদ্যুৎ বিল প্রদান করবেন সে সম্পর্কে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এই পদ্ধতি অনুসরণ করে নগদে বাটন ফোনে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
  1. প্রথমে বাটন মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# টাইপ করে ডায়াল করুন।
  2. এরপর আপনার মোবাইল স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে 'বিল পে' অপশনটি (৫ নং) সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করুন।
  3. এখানে সিলেক্ট করা বলতে "Bill Pay" পাশে একটি সংখ্যা লেখা থাকবে। সেটি টাইপ করে সেন্ড বাটনে চাপ দিবেন। যা নিচের ছবিতে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে।
  4. এরপর 'ইলেক্ট্রিসিটি' (৫ নং অপশন) এটি সিলেক্ট করে ক্লিক করুন।
  5. এখন আপনার বিদ্যুৎ সরবারাহকারী প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে সেন্ড বাটনে প্রেস করুন।
  6. এখন আপনার একাউন্ট নাম্বার প্রদান করবেন। এটিকে আপনার বিলের স্লিপে কাস্টমার নাম্বার হিসেবে উল্লেখ করা থাকতে পারে। তবে দুইটা একই জিনিস।
  7. পল্লী বিদ্যুৎ বিলে উলেখিত এসএমএস নাম্বারটিকে এখানে একাউন্ট নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
  8. এখন বিলের পরিমাণ লিখুন। মনে রাখবেন বিল যত টাকা হয়েছে এর সমপরিমাণ লিখবেন।
  9. এখন আপনার সামনে উপরের সবগুলো তথ্য সংক্ষিপ্ত আকারে দেখাবে। যদি কোথাও ভুল না হয়ে থাকে তবে পিন টাইপ করে পরের ধাপে চলে যাবেন। অর্থাৎ বিল পে করবেন।  
  10.     আপনার বিল প্রদান সঠিকভাবে হয়ে থাকলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। আশা করি আমাদের বলা নিয়ম যথাযথভাবে বুঝতে পেরেছেন। 

নগদে পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন | How to Check Palli Bidyut Bill Online

অনলাইনে নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বিদ্যুৎ বিল চেক করা যাবে। তাছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করলে অ্যাপে বিলের ডিজিটাল রিসিব চলে আসে। ফলে আপনি কিভাবে *১৬৭# ডায়াল করে উপরের বিদ্যুৎ বিল চেক করবেন এটি নিয়ে আলোচনা  করেছি। 
 
১. প্রথমে মোবাইলের মাধ্যমে  আপনাকে *১৬৭# ডায়াল করতে হবে। এখন পে বিলের পাশে সংখ্যাটি ইনপুট দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন। 

২. এবার 'ইলেক্ট্রিসিটি' এর পাশের সংখ্যাটি সিলেক্ট করে সেন্ড বাটনে চাপ দিন। 

৩. এরপর চেক বিল সিলেক্ট করবেন এবং পরে একাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। 

৪. বিদ্যুৎ বিলে উলেখিত কাস্টমার নাম্বারটিকে এখানে একাউন্ট নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে।  এখন আপনি বিলের মাস ও বছর দিন। পরের ধাপে বিদ্যুৎ বিলের এমাউন্ট উল্লেখ করবেন।

৫. আপনার পে বিলের সামারি দেখে নিনি এবং আপনার নগদ একাউন্টের পিন নম্বরটি প্রদান করুন।আপনার বিল প্রদান সঠিকভাবে হয়ে থাকলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 

বর্তমানে  অ্যাপ ব্যবহার নগদে বিদ্যুৎ চেক করার সুবিধাটি নাও থাকতে পারে। আপনি যদি এটি না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানানোর অনুরোধ থাকলো। 

শেষ কথা - নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল  কেন দিবেন

মোবাইলের মাধ্যমে নগদ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ছবির মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি। তাছাড়া আপনাদের সুবিধার্থে তা বিভিন্ন ভাবে  তুলে ধরছি। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ এটি ব্যবহারের উপর আপনার প্রতি মাসে খরচের উপর প্রদান করলে দেশ সমৃদ্ধ হবে। এটা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব। আপনি সঠিক নিয়মে নগদে বিদ্যুৎ বিল প্রদান করতে চাইলে আমাদের পুরো পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url