বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম - বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি - anyupay.com

বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম - বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি

বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম একদম সহজ আপনি চাইলে বিল পরিশোধের নির্ধারিত তারিখের মধ্যে যেকোনো সময় বিল পরিশোধ করতে পারবেন আবার অনেকে প্রশ্ন করেন বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত? আরও বলেন বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম কি তাদের কে বলবো পুরো পোস্ট টি ভাল করে পড়েন আশা করি বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি তে দিতে পারবেন। আশা করি আপনারি উপকার হবে। এখন কার দিনে ব্যাংকে লাইন ধরে বিদ্যুৎ বিল পরিশোধের দিন শেষ এখন আপনি চাইলে ঘরে বসে বা অবসর সময়ে আপনি মোবাইলেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন।

বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

আপনাকে জানিয়ে রাখি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম খুবই সহজ। ফ্লেক্সি লোডের দোকানে বা ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে বিদ্যুৎ বিল দেয়ার দিন শেষ। আপনি চাইলে ঘরে বসে খুব কম সময়ে আপনার নিজ বিল বা অন্য যে কারো পাঁশটি বিদ্যুৎ বিল দিতে পারবেন। একদম ফ্রীতে এতে করে আপনার যাতায়াত খরচ ও সময় বাঁচবে এবং অতি অল্প মাত্র ১% সার্ভিস চার্জে বিদ্যুৎ আপনি চাইলে ঘরে বসে খুব কম সময়ে আপনার নিজ বা অন্য যে কারো বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
এতে করে আপনার যাতায়াত খরচ ও সময় বাঁচবে এবং অতি অল্প মাত্র ১% সার্ভিস চার্জে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি তে পরিশোধ করার নিয়ম

আপনি চাইলে ঘরে বসে বা অবসর সময়ে মোবাইলেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি পরিশোধ করার কারণ বিকাশে জনগণকে সম্পৃক্ত বাড়াতে বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি পরিশোধ করার অফার দিয়ে থাকেন। । আমরা অন্যান্য কম্পানি গুলো নিয়ে আজ আলোচনা করবো না। তবে বর্তমানে বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং কোম্পানীগুলো প্রায় ৫টি বিল পরিশোধ ফ্রি বা চার্জ মুক্ত করে দিয়েছে ।তবে পরবর্তীতে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চার্জও খুব একটা বেশি নয় ১-৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি মাত্র ৫ টাকা। যা আমরা নিচে বিস্তারিত আলোচনা করবো

পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম

এখন কার দিনে বিকাশের মাধ্যমে বর্তমানে প্রায় সব ধরণের বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। পল্লী বিদ্যুৎ, ডেসকো,ডিপিডিসি, নেসকো, বিপিডিবি (পিডিবি), ওয়েস্টজোন ইত্যাদির প্রিপেইড ও পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম বলতে আপনি গত মাসে যে ইউনিটি ব্যবহার করেছেন সে অনুযায়ী আপনার বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়েছিল কিন্তু আপনি সময়মতোই তা পরিশোধ করতে পারেন নাই বিভিন্ন কারণবশত তাই সেবেনটি এখন বকেয়া বিল হিসেবে গণ্য করা হয়।এক্ষেত্রে আপনার পূর্ববর্তী যে বিল বিল দিতে পারেননি তা বর্তমানে বিদ্যুৎ বিল এর সঙ্গে যুক্ত হয় এবং এক সাথে যুক্ত হয়ে বিল প্রস্তুত হয় এই প্রস্তুতকৃত মোট বিলটি একসঙ্গে প্রদান করার প্রক্রিয়াকে বকেয়া বিল পরিশোধ বলা হয়

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  1. ধাপ ১ঃ আপনার বিকাশ অ্যাপটি ওপেন করুন আপনার মোবাইল নাম্বার এবং পিন নম্বর দিয়ে লগ ইন করুন।

  2. ধাপ ২ঃ এর পর পে বিল নির্বাচন করুন বিকাশ থেকে পে বিল (Pay Bill) অপশনটিতে ট্যাপ করুন।

    electricity-bill-pay-bkash

  3. ধাপ ৩ঃ বিদ্যুৎ তারপর Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন।


    electricity-bill-pay-bkash

  4. ধাপ ৪ঃ স্যম্পল বাটনে ক্লিক করে আপনার বিলের কোথায় এসএমএস হিসাব নম্বর আছে দেখে নিন। এবং আপনার বিলের কপি থেকে এসএমএস নম্বরটি , উপরের ৩ নং ছবিতে দেখানো জায়গায় লিখুন।


    electricity-bill-pay-bkash

  5. ধাপ ৫ঃ নিচের দিক থেকে পে বিল করতে এগিয়ে যান এ বাটনে ক্লিক করুন।


    electricity-bill-pay-bkash

  6. ধাপ ৬ঃ আপনার পেমেন্টের সব তথ্য ঠিক থাকলে, আপনার বিকাশ পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করুন

    electricity-bill-pay-bkash

  7. প্রেমেন্ট করতে ট্যাপ ট্যাপ করে ধরে থাকুন

    electricity-bill-pay-bkash
আমাদের আর্টিকেল টি পাবেন গুগল নিউজ  পাবলিকেসনে


রিলেটেড পোস্টঃ 

বাটন মোবাইল দিয়ে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বাটন মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা একদম সহজ যা নিচের কয়েকটি ধাপ অনুসরণের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন

electricity-bill-pay-bkash


  1. প্রথমে আপনার বাটন মোবাইল থেকে *247# ডায়াল করুন
  2. এবার আপনার সামনে পপ আপ উইন্ডো আসবে সেখান থেকে আপনার কাংখিত বিষয়টি ৬ সিলেক্ট করুন
  3. আবার আপনার সামনে পপ আর আরেকটি উইন্ডো আসবে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়ে অর্থাৎ 6 সিক্স আপনার বিলটি যদি পোষ্টপেইড হয়ে থাকে তাহলে একটু প্রেস করে সেন্ড বাটনে প্রেস করুন
  4. আবার যদি আপনার ইলেকট্রিসিটি বিল প্রিপেইড হয়ে থাকে 1 এক প্লেস করে সেন্ড বাটন ক্লিক করুন তবে আমরা আজকে পোষ্টপেইড বিল পরিশোধ করা শিখব
  5. এরপর আপনি পল্লী বিদ্যুৎ 1 নাকি 2 এটা নির্বাচনের জন্য আপনার পল্লী বিদ্যুৎ বিল দেখুন
  6. পল্লী বিদ্যুৎ বিল কপিতে দেখুন পল্লী বিদ্যুৎ 1 নাকি পল্লীবিদ্যুৎ 2 লেখাটা আছে যদি পল্লীবিদ্যুৎ অন থাকে তাহলে 1 ওয়ান লিখে সেন্ড বাটনে ক্লিক করুন যদি থাকে 2 তাহলে 2 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন
  7. এখন আপনার সামনে আরেকটি নতুন পপ আপ উইন্ডো আসবে সেখান থেকে বিল পরিশোধ করতে চাইলে পেমেন্ট 2 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন
  8. আবার যে উইন্ডো আসবে সেখান থেকে 1 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন
  9. ইনপুট এসএমএস অ্যাকাউন্ট নাম্বার টি বিল কপি থেকে দেখে সঠিকভাবে লিখুন এবং সেন্ড বাটন প্রেস করুন
  10. এরপর যে উইন্ডো আসবে সেখানে যে মাসের বিল পরিশোধ করতে চাচ্ছেন সে মাস্টার লিখুন এবং সাল লিখে সেন্ড বাটন প্রেস করুন
  11. এরপর যে উইন্ডো আসবে সেখানে আপনার বিদ্যুৎ বিলের যে টাকা আছে সেটি দেখে লিখে সেন্ড বাটনে প্রেস করুন
  12. পিন কোড দিয়ে সম্পাদন করে

পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার  ধরন কি কি 

পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার  ধরন  ২  হয় 
  1. ১) প্রিপেইড ইউজার 
  2. ২) পোষ্টপেইড ইউজার 
কিভাবে বুঝবেন আপনি ইউজার হিসেবে প্রিপেইড ব্যবহার করছেন নাকি পোষ্টপেইড ব্যবহার করছেন।
  • প্রিপেইডঃ যদি ইউজার হিসেবে আপনি বিদ্যুৎ ব্যবহারের শুরুতেই আপনার মিটারে ব্যালেন্স রিচার্জ করেন তাহলে এটি প্রিপেইড বিল।
  • পোস্টপেইডঃ আর যদি ইউজার হিসেবে মাসিক বিদ্যুৎ ব্যবহারের পর আপনার কাছে বিদ্যুৎ বিল পাঠানো হয়, তাহলে আপনি পোস্টপেইড গ্রাহক।

পল্লী বিদ্যুৎ বিলের কাগজ

পল্লী বিদ্যুতের কাগজ বলতে আপনি যদি পল্লী বিদ্যুৎ গ্রাহক হিসেবে পোস্ট-পেইড গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে পুরো মাস শেষে যে বিদ্যুৎ ব্যবহার করেছেন তা পল্লী বিদ্যুৎ এর অফিস থেকে প্রতি মাসের শেষের দিকে তারা গণনা করে লিখে যায় এবং সে অনুযায়ী আপনার ব্যবহৃত ইউনিটের দাম হিসেব করে আপনার বিদ্যুৎ বিল এর কাগজ দিয়ে থাকেন সেটাই মূলত আপনার বিদ্যুৎ বিলের কাগজ

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের চার্জ

বিলার

বিলের পরিমাণ

চার্জ


বিকাশে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ও প্রিপেইড  ক্ষেত্রে 

১-৪০০

৪০১-১৫০০

১০

১৫০১-৫০০০

১৫

৫০০১-অধিক

২৫


  • অ্যাপ দিয়ে উপরোক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এবং বাটন মোবাইল দিয়ে *247# ডায়াল করে পল্লীবিদ্যুৎ বিল পেমেন্টের ক্ষেত্রে উপরোক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

  • পল্লীবিদ্যুৎ প্রিপেইড বিল প্রদানের সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা হতে হবে।



চেক বিল

চার্জ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চার্জ ফ্রি





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url