বয়স অনুযায়ী শিশুর খাবার তালিকা - anyupay.com

বয়স অনুযায়ী শিশুর খাবার তালিকা

বয়স অনুযায়ী শিশুর  খাবার নিয়ে প্রতিটি মা-বাবার চিন্তা ভাবনার কোন শেষ নেই। শিশুর জন্মের পর  কোন বয়সে কোন খাবার দিতে হবে, তা নিয়ে ধারণা থাকা খুব জরুরি। 

বয়স অনুযায়ী শিশুর খাবার তালিকা

আবার  শিশুর জন্মের পর ছয় মাস পর্যন্ত শুধু মাত্র মায়ের বুকের দুধই একমাত্র আদর্শ খাবার। এই সময় মনে রাখবেন অন্য কোনো বারতি  খাবার খাওয়ানো যাবে না। এই সময় বারতি  খাবারে তা হজম করতে পারবে না ফলে তাদের নানারকম সমস্যা দেখা দেবে

শিশুর বয়স অনুযায়ী খাবার তালিকা ২০২২

শিশুর খাবার তালিকা প্রতিটা সচেতন অভিভাবকের রাখা উচিত এমনকি তালিকা ব্যতিরেকে পানি ও পান করানোর কোনো প্রয়োজনীয়তা নেই আপনার ছয় মাস পর থেকে শিশুর পুষ্টিচাহিদা পূরণে জন্য তথা স্বাভাবিক তাদের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য মায়ের বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানো প্রয়োজন। তবে  আপনার শিশুর দুই বছর বয়স পর্যন্ত দুধ হিসাবে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ বা কৌটার দুধ খাওয়ানোর প্রয়োজন নেই।

আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের দুধে প্রায় সব ধরনের খাদ্য উপাদানই থাকে তাই জন্মের পরপরই মায়ের স্তন থেকে যে হলুদ রঙের মতো শালদুধ নিঃসরণ হয়, তা নবজাতকের সব ধরনের রোগ প্রতিরোধে ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আবার- অনেকে আছে যারা এই শালদুধ খাওয়ানো নিয়ে দ্বিধায় থাকে যা মোটেই ঠিকনা।

তবে কিন্তু আপনাকে এই কথা মনে রাখতে হবে যে,  শালদুধই একমাত্র  শিশুর জন্য প্রথম দেহের প্রতিরক্ষা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  আজ আপনাদের জানাবো শিশুর বয়স অনুযায়ী খাবারের তালিকা জানব 
  • ১ মাসের শিশুর খাবার তালিকা
  • ২ মাসের শিশুর খাবার তালিকা

১ মাসের শিশুর খাবার তালিকা

প্রথম মাসে খাওয়ানো সাধারণত শিশুদের দিনে ছয় বার খাওয়াতে হয় আসলে এটা দৈনিক বারো বার পর্যন্ত হতে পারে স্তন্যদুগ্ধ পান কারাই শিশুদের ক্ষেত্রে তবে শিশু যদি আপনার  সুস্থ থাকে তাহলে সে যতটা খেতে চায় ততটাই তাকে খাওয়ান তবে সবথেকে ভাল যখন সে ক্ষুধার্ত থাকে তখন তাকে খাওয়ানো।

1 মাস বয়সের শিশুর যত্ন

  1.  এক মাস বয়সের আপনার শিশুটির পূর্ণ বিকাশ নির্ভর করবে তাদের সঠিক ও যথাযথ যত্নের ওপর। যা  নিচে কয়েকটি যত্ন নেবার পদ্ধতির উল্লেখ করা হল আপনার এক মাস বয়সের শিশুটির জন্য যেটা প্রয়োজন তা হল আপনাকে তার যথাযথ যত্ন নিতে সাহায্য করবে। 

  2. সবথেকে ভালো হবে যে আপনার শিশুটিকে তখনি খাওয়ান যখন সে ক্ষুধার্ত আর আপনি তা কখনই সে কতবার খাবে তা নিয়ন্ত্রন করবেন না, তবে সে যদি কৌটোর দুধ খায় তবে যেন তা দিনে ৬বার বা অবস্তা ভেদে ১২ বার খাওয়ান । আর যদি মায়ের দুধ খায় তাহলেও ১০ থেকে ১২বার সেটা খাওয়াতে হবে। 

  3. তবে আপনি শিশুটিকে তার নিজের ইচ্ছামত ঘুমাতে দিন কারণ একটি সুন্দর ঘুম তার বৃদ্ধির সহায়ক  সহায়ক ভূমিকা পালন করে। আপনি সর্বদা শিশুটির সঙ্গে যোগাযোগ বজায় রাখুন আপনি তার সাথে কথা বলুন এর ফলে তার বাইরের জগতের সাথে যোগাযোগের দক্ষতা তৈরী হবে।

  4. শিশুটিকে  তার দোলনায় বা বিছানায় দেবার আগে ভাল করে দেখে নিন যেন সেখানে কোনো জিনিস বা খেলনা কোন কিছু আছে কিনা লক্ষ্য করুন। থাকলে যাতে তার ক্ষতি হতে পারে ।আর একটা কথা খনই জানলার ধারে রাখবেন না।

  5. যে ঘরে আপনার সন্তানকে রাখবেন সেই  ঘরের তাপমাত্রা যেন ঠিক থাকে ঘরে যেন পর্যাপ্ত আলো থাকে।

  6. কোথাও থেকে আসলে সরাসরি আগে তাকে ধরবেন না আপনার শিশুটিকে ধরবার আগে প্রতিবার হাত পরিস্কার করে নেবেন।

  7. আপনার শিশুটিকে নিয়মিত চেক আপ এর মধ্যে রাখুন। সময় মত টীকা-করণ করান যাতে করে নানাবিধ রোগআক্রমনের হাত থেকে দূরে থাকে। 

২ মাসের শিশুর খাবার তালিকা

2 মাসের শিশুর কেমন খাদ্যতালিকায় কোন পরিবর্তন নয় আসলে তারা যে যতটুকু খাবে ততটুকু খাওয়া জোর করে খাওয়াবেন না  শিশুদের দিনে ছয় বার খাওয়াতে হয় আসলে এটা দৈনিক বারো বার পর্যন্ত হতে পারে স্তন্যদুগ্ধ পান কারাই শিশুদের ক্ষেত্রে তবে শিশু যদি আপনার  সুস্থ থাকে তাহলে সে যতটা খেতে চায় প্রত্যেকটা শিশুর সঠিক বৃদ্ধির জন্য দরকার পর্যাপ্ত পুষ্টি।

৬–৭ মাস বয়সে শিশুর খাবার

অনেক সময় এ বয়সে শিশুর ওজন প্রায় ৬ কেজির মত হয় এবং তার জন্য ৭০০ কিলোক্যালোরি দরকার হয় তাই আপনি এই সময়ই পরিপূরক খাদ্য চালু করা করা উচিত, এর চেয়ে দেরি হয়ে গেলে শিশুরা খাবারের স্বাদ বুঝে যায় এবং খেতে চায় না।

৬–৭ শিশুর বয়স অনুযায়ী খাবার তালিকা

আপনারা যা দিতে পারেন দুধের সাথে কলা, দুধের সাথে সুজি রান্না করে শিশুর প্রথম খাবার আরম্ভ করা যায় তবে চালের গুঁড়া, আটা ইত্যাদিও সিদ্ধ করে দুধের সাথে পাতলা করে খাওয়ানো যায়। মৌসুমি ফল যেমন পাকা- কলা, পাকা পেঁপে- মিষ্টি ফলগুলো বাচ্চাকে দেওয়া যেতে পারে।

৩ মাসের শিশুর খাবার তালিকা জেনে নিন

বর্তমানে  গরমে প্রাদুরভাব বেসি তাই শিশুর পুষ্টিকর খাবার সম্পর্কে  সচেতন হন এবং রুটিন মেনে চলা গরমের এই সময় আপনি সঠিক পুষ্টি ও ক্যালরির(Calorie) চাহিদা বজায় রাখার লক্ষ্যে সঠিক সময় মেনে খেতে হবে  মায়ের বুকের দুধ ছাড়া এই বয়সের শিশুর কোন বারতি খাবার দেওয়া যাবে না  সহজে হজমযোগ্য খাবার বলতে একমাত্র মায়ের বুকের দুধ  ফলে  যে কোনো ভারি খাবার শিশুদের হজমে(Digestion) ব্যাঘাত ঘটায়। এমনকি বমি বমি ভাবের সৃষ্টি করে। 

৩ মাসের শিশুর দুধের বিকল্প খাবার - দুধ শিশুদের জন্য অত্যাবশ্যকীয় একটি খাবার  যা ক্যালসিয়াম(Calcium) ও প্রোটিনের বড় একটি উৎস কিন্তু গরমের সময় শিশুকে জোর করে দুধ(Milk) খাওয়ালে অনেক শিশুর ক্ষেত্রেই তা হজমে ব্যাঘাত ঘটাতে পারে এতে শিশু অস্বস্তি বোধ করতে পারে। তাই গরমের সময় দুধ খাওয়ার ক্ষেত্রে জোর না করে  যখন খেতে চায় তখন খাওয়ান 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url