নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৩ - anyupay.com

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৩

অনেকে প্রশ্ন করেন মোবাইল ব্যাংকিং সেবায় নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম কি?  ঘরে বসে বসে কিভাবে নগদ একাউন্টের হালনাগাদ করবো? 


এবং যারা নগদ একাউন্ট খুলেছেন কিন্তু হালনাগাদ কি বিষয়টা বুঝেন না তাদের জন্য আজকের এই পোস্ট। কিভাবে নিজেই নিজের নগদ একাউন্ট হালনাগাদ করবেন এবং এই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে কি রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেগুলো কিভাবে সমাধান করবেন সেই সব তথ্য আজ এখান থেকে জেনে নিতে পারবেন।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৩

নগদ একাউন্টের হালনাগাদ বলতে বুঝায় আপনার অ্যাকাউন্টি যখন খুলেছেন তখন কোনো রকম কাগজপত্র সাবমিট করেন নি অর্থাৎ ভোটার আইডি কার্ড  দিয়ে ভেরিফাই করেন নাই আপনি হয়তো এই সম্পর্কে অবগত আছেন যে আপনি চাইলে খুব সহজেই আপনার আপনি সহজেই অ্যান্ড্রয়েড ফোন থেকে মাত্র কয়েকটি ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্ট হালনাগাদ করে নিতে পারবেন।

কে ওয়াই সি ফরমের মাধ্যমে ভেরিফাই করার প্রক্রিয়া কে  হালনাগাদ বলা হয়। হালনাগাদ করে নেয়ার জন্য, প্রথমত আপনার মোবাইল ফোন থেকে যেকোনো সিম থেকে ডায়াল করুন 

নগদ কোড

আপনি যখনই এই "ussd code *167#" ডায়াল করে নিবেন তখন আপনার ডিভাইস থেকে নগদ একাউন্ট তৈরি হয়ে যাবে, নগদ একাউন্ট ভেরিফিকেশন বা হালনাগাদ করে না থাকলে আপনি লেনদেনের ক্ষেত্রে কিছুটা লিমিট পেতে পারেন সব অপশন ব্যবহার  করতে পারেন না এজন্য আপনার হালনাগাদ করাটা খুবই জরুরী এবার আপনাকে নগদ একাউন্ট হালনাগাদ করতেহবে এবং একাউন্ট ভেরিফিকেশন করে নিতে হবে, যাতে করে অ্যাকাউন্ট তৈরি করার কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়ে যায়।

অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম

হালনাগাদ কাজটা অনেক জরুরী কিন্তু এই জরুরী কাজটা বাটন মোবাইল ফোন দিয়ে করতে পারবেন না এজন্য আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্ট ফোন থাকা জরুরী। এই কাজটি যদি আপনি করতে চান তাহলে প্রথমত গুগল প্লে স্টোর থেকে কিংবা অ্যাপেল স্টোর থেকে নগদ এর অফিশিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং সেটআপ করে নিতে হবে।এছাড়াও আপনি চাইলে  নিচের বাটন লিংক ব্যবহার করার মাধ্যমে নগদ অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।

আপনার উপরে উল্লেখিত লিংক ধরে যদি অ্যাপটি ডাউনলোড এবং সেটআপ করে থাকেন তাহলে পরবর্তী ধাপ অনুযায়ী আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য, নগদ এর অফিশিয়াল অ্যাপ টি ডাউনলোড করে নেয়ার কাজ সম্পন্ন হয়ে গেলে এবার, এই অ্যাপটি অপেন করুন এবং আপনার ফোন নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিন।

যেই মোবাইল নাম্বার থেকে আপনি নগদ একাউন্ট তৈরি করেছিলেন, সেই মোবাইল নাম্বারটি প্রথম বক্সে বসিয়ে দিন এবং তার পরবর্তী বক্সে যে পিন নাম্বার দিয়েছিলেন  সেই পিন নাম্বারটি বসিয়ে দিন।

আরো জানুন  

মোবাইল দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম 

  • মোবাইল দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য প্রথমে আপনাকে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগইন করে নিন। 
  • তাহলেই আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন, যখনই লগইন করে নেয়ার কাজ সম্পন্ন করে নিবেন তখন, নগদ এপের হোমপেজে চলে আসতে পারবেন এবং এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন।
  • যেহেতু নগদ একাউন্ট হালনাগাদ করতে চান, সে জন্য নিচের দিকে (আমার নগদ) নামে যে অপশন পাবেন, সেই অপশনের উপরে ক্লিক করে দিন।
  • আপনি পরবর্তী আরেকটি ধাপে চলে আসতে পারবেন সেখানে  আপনি আপনার ইনফরমেশনগুলো সাবমিট করে দেয়ার মত অপশন পাবেন।
  • মাই নগদ অপশনে গিয়ে কেওয়াইসি পুনরায় জমা দিন  এই ট্যাবে ক্লিক করুন এবং ফরমটি পূরণ করুন
  • এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম অংশ প্রথম বক্স অংশের  জন্য আপলোড করুন দুইটি অংশ দ্বিতীয় অংশটি দ্বিতীয় বক্স এ আপলোড করুন
  • ইনফরমেশন গুলো সাবমিট করে দেয়ার জন্য “কেওয়াইসি পুনরায় জমা দিন” এর উপরে ক্লিক করে দিন।
  • আপনি যখন  এই অপশনটি উপরে ক্লিক করে দিবেন তখন আপনি আপনার ইনফরমেশন গুলো জমা দেয়ার মত অপশন পেয়ে যাবেন।
  • অর্থাৎঃ আপনি যদি জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে আপনি নগদ একাউন্ট ভেরিফিকেশন করে নিতে চান এটা দিয়ে করতে সামনের ছবি এবং পিছনের ছবি আপলোড করার মত অপশন পাবেন।
  • যথাযথভাবে ইনফরমেশনগুলো সাবমিট করে দিন এবং তার পরবর্তী পেইজে আপনার কাছে যে সমস্ত ডকুমেন্ট তারা চাইবে - সেগুলো যথাযথভাবে দিয়ে দিন।
  • সবশেষে আপনার এনআইডি কার্ডের- ছবি দেয়ার পরবর্তী পদক্ষেপে আপনার নিজের ছবি তুলে দিতে হবে। তাহলে  আপনার, একাউন্ট ভেরিফিকেশন প্রসেসিং থাকবে।
  • যদি আপনার দেয়া সমস্ত ডকুমেন্ট সঠিক থেকে থাকে তাহলে তারা আপনার একাউন্টি ভেরিফাই করে নিবে। যাতে করে আপনার অ্যাকাউন্ট আপনি পরিপূর্ণভাবে এক্সেস হতে পারেন।

উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে যে কারও নগদ হালনাগাদ করতে পারবেন।

তারপরেও সমস্যা দেখা দিলে কি করবেন?

  • এনি উপায়, গ্যারান্টি দিতে পারে যে আপনি যদি উপরে উল্লেখিত উপায়ে নগদ একাউন্ট হালনাগাদ করেন তাহলে  কোন রকমের সমস্যার মধ্যে পড়বেন না।
  • তার পরেও  যদি আপনি অ্যাকাউন্ট কাজ করার ক্ষেত্রে কোনো রকমের সমস্যার মধ্যে পড়েন। তাহলে আপনি চাইলে নগদ কাস্টমার কেয়ার নাম্বারে - ডায়াল করে যোগাযোগ করতে পারেন।
  • আপনার এক্ষেত্রে নগদ কাস্টমার কেয়ার নাম্বারে আপনি যদি যোগাযোগ করে নেন, তাহলে নগদ কাস্টমার কেয়ার আপনাকে রিলেটেড তথ্য দিয়ে সহায়তা করতে পারবে।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার  কি?

যদিও উপরে উল্লেখিত তথ্য অনুযায়ী আপনি যদি যথাযথভাবে, কাজ করতে পারেন, তাহলে আপনাকে কাস্টমার কেয়ারের  সহযোগিতা  নিতে হবে না। তারপরও 

কাস্টমার কেয়ার নাম্বার হলঃ 16167

আশাকরি, আজ নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে অবগত হতে পেরেছেন। ধন্যবাদ 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url