জাতীয় পরিচয়পত্র ছাড়াই নগদ একাউন্ট খোলার নিয়ম
ঘরে বসে জাতীয় পরিচয়পত্র ছাড়াই নগদ একাউন্ট খোলার নিয়ম ,অ্যাপ ছাড়া বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম জানবো যেহেতু ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ব্যাবস্থার একটি সার্ভিস এর নাম হচ্ছে নগদ। নগদে বর্তমানে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ৯.৯৯ + ১.৫০ সরকারি ভ্যাট (১১ টাকা ৪৯ পয়সা) দেশের সবচেয়ে কম রেট মোবাইল ব্যাংকিং সেবার নাম নগদ। অন্যান্য মোবাইল ব্যাংকিং এর থেকে নগদ এর লেনদেন করা অনেক সহজ এবং এর ক্যাশ আউট চার্জ অনেক কম । তাই কিছুদিন আগে নগদ ঘোষণা করেছে বাংলাদেশের প্রতিটি মোবাইলে নগদ চালু করে দিয়েছে তারা।
বর্তমানে মোবাইল ব্যাংকের মাধ্যমে কয়েক সেকেন্ড এর মাধ্যমে টাকা পাঠানো যায় যেমন আপনি চাইলে ঘরে বসেই বিদ্যুৎ বিল টেলিফোন বিল ইত্যাদি নানা রকম বিল পরিশোধ, মোবাইল রিচার্জ কাউকে টাকা পাঠানোর সহ যে কোন ধরনের কঠিন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছেন কয়েক মিনিটেই।এখন আপনি চাইলে ঘরে বসে নগদ একাউন্ট খোলা যাবে জাতীয় পরিচয় পত্র ছাড়া । আর আপনি চাইলে একাউন্টে যেকোন পরিমাণ লেনদেন করতে পারবেন। তাছারাও যেকোন গ্রাহক এর সুফল পাবে ঘড়ে বসে । তবে আপনার সিম কেনার সময় যে জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম কেন হয়েছিল সেই নামে সরাসরি নগদ একাউন্টটি রেজিস্টার হয়ে যাবে ।
ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কারা নগদ একাউন্ট খুলতে পারবো
- গ্রামীনফোন গ্রাহক
- রবির গ্রাহক
- এয়ারটেল গ্রাহক
- টেলিটক গ্রাহক
নগদ একাউন্ট খোলার নিয়ম
- প্রথমে আপনার মোবাইল থেকে ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়েল করুন #167#
- এর পরবর্তীতে ৪ ডিজিটের একটি পিন সেট করুন । দ্বিতীয় বার আবার ঐ একই পিন কোড সেট করুন কনফার্ম হওয়ার জন্য ।
- এবার নিচের মত দেখতে পারবেন ডায়েল প্যাডে
- এবার আপনার ফোনে দুটি SMS আসবে , একটি ভার্চুয়াল কার্ড নাম্বার দেওয়া হবে নগদ হতে । আপনার একাউন্ট খোলা সাকসেসফুল হয়েছে ওয়েলকাম টু আওয়ার নগদ একাউন্ট আপনার একাউন্ট টি সফল ভাবে চালু হয়েছে ।
এক ব্যক্তি একই নামে কয়টি নগদ একাউন্ট চালাতে পারবে
এক ব্যক্তির একই নামে একাধিক একাউন্ট চালাতে পারবে না একাধিক নগদ একাউন্ট থাকলে কৃতপক্ষ যে কোন সময় বন্ধ করে দিতে পারে, তাই জাতীয় পরিচয় পত্র ছাড়া সরাসরি বেশি একাউন্ট না খোলাই ভাল হবে।তবে বলে রাখি নগদ দেশে প্রথম মোবাইল ব্যাংকিং ডিপিএস এর মাধ্যমে সঞ্চয়ের সুবিধা এনেছে, যার সুবিধা অসুবিধা পরবর্তীতে কোন পোস্টে জানানো হবে যেহেতু সময় কম আজ আমরা জানবো কিভাবে নিজেই জাতীয় পরিচয়পত্র ছাড়াই নগদ একাউন্ট খোলার নিয়ম ।
নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২
যেহেতু ডিজিটাল বাংলাদেশ মাননীয় মন্ত্রীর ঘোষণা অনুযায়ী। নগদ বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা, যার মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন করা সম্ভব তেমনি অ্যাকাউন্ট খোলা টাও খুবইসহজ বর্তমানে ফোরজিতে ওয়েভ টেকনোলজি কর্তৃক পরিচালিত। আমাদের এই আর্টিকেলটি পড়লে আপনি নগদ একাউন্ট খোলার নিয়ম এবং নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি ২০১৮ সালের ১১ই নভেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে নগদ সফলভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এই নগদ। সার্ভিস চার্জ অনেক কম রাখায় অল্প সময়েই নগদ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং একাউন্টটি আপনার ফোনে থাকবে না, তা কি হয় চলুন একটি অ্যাকাউন্ট খুলে নেওয়া যায়
কিভাবে নগদ একাউন্ট খোলা যায়
- নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন
- মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন
ইউএসএসডি বা কোডের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবেন - এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবেন
তো চলুন জেনে নেই ঘরে বসেই কিভাবে নগদ একাউন্ট খোলা যায় এবং নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
- অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় নগদে একাউন্ট খোলা একটু বেশিই সহজ।
- নগদ উদ্যোক্তা পয়েন্ট বা এজেন্টের কাছে গিয়ে কাগজপত্র দিয়ে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন
- পাশাপাশি আপনি ঘরে বসে নিজের নগদ একাউন্ট নিজেই খুলতে পারবেন। মোট তিনটি উপায়ে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন।
তো চলুন ধীরে ধীরে তিনটি উপায়েই নগদ একাউন্ট খোলার নিয়ম এবং পদ্ধতি জেনে নেই।
তার আগে জেনে নিন নগদ একাউন্ট খোলার জন্য কি কি লাগে আগেই বলেছি তিনটি পদ্ধতিতে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন। তিনটি পদ্ধতির যে পদ্ধতিতে একাউন্ট খুলুন না কেন নিচের এই কয়েকটি জিনিস আপনার প্রয়োজন হবে।
১. একটি সচল মোবাইল
২. যে সিমে নগদ খুলবেন সেই সিমটি সচল থাকা
৩. ন্যাশনাল আইডি কার্ড (যদি অ্যাপ দিয়ে খুলেন)
৪. নগদ অ্যাপ (অ্যাপ দিয়ে খুললে)
৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (এজেন্টের কাছে খুললে)
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
আপনাকে জানিয়ে রাখি নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলা খুবই সহজ। নিচের স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন ঘড়ে বসে।
- ✔ প্রথমে অ্যাপ ডাউনলোড প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করুন এবং অ্যাপটি সেটআপ দিন।
- ✔ রেজিষ্ট্রেশন করার জন্য অ্যাপটি ওপেন করার পর Registration লেখায় ক্লিক করুন।
- ✔ মোবাইল নাম্বার ও অপারেটর বাছাই করে এরপর আপনার মোবাইল নাম্বার এবং সিম অপরেটর সিলেক্ট করে পরবর্তী ধাপ এ এগিয়ে যান লেখায় ক্লিক করুন।
- ✔ আইডি কার্ডের ছবি তোলাঃ এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি তুলুন।
- ✔ নিজের ছবি তোলাঃ আপনার ছবি তুলুন ছবি তোলার জায়গা অবশ্যই পর্যাপ্ত আলো থাকতে হতে হবে, যাতে মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়। আর ছবি তোলার সময় ২–৩ বার চোখের পলক ফেলবেন জাতে হিউম্যান বোঝা যায় (চোখ খুলবেন এবং বন্ধ করবেন)।
- ✔ উপরিউল্লিখিত কাজগুলো সম্পন্ন হলে পিন সেট করার জন্য এরপর ৪ ডিজিটের একটি পিন দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান। সেখানে পাসওয়ার্ড কনফার্ম করতে বললে আবার আগের ৪ ডিজিটের সেইম পাসওয়ার্ডটি দিন। এরপর পরবর্তী ধাপে এগিয়ে যান।
- ✔ ভেরিফিকেশন (OTP): এরপর আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। যদি পারমিশন চায় তাহলে Allow দিবেন।
- ✔ একাউন্ট খোলা হয়ে গেছেঃ✔ উপরের উপরের কাজগুলো যদি সফলভাবে সম্পন্ন করে থাকেন তাহলে স্টেপ অনুযায়ী সঠিকভাবে কাজ করলে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
এরপর আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম
গ্রামীণফোন,এয়ারটেল, রবি, টেলিটক, বাংলালিংক যেকোনো সিম ব্যবহারকারীগণ মোবাইলে *167# ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন। এজন্য
- প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *167#
- এরপর ৪ ডিজিটের একটি পিন দিন।
- এরপর পিন কনফার্ম করার জন্য আবার আগের সেইম পিন দিন
- এরপর আপনার নগদ একাউন্ট খুলে যাবে। এখন আপনি নগদ একাউন্ট এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার এই পিন টি মনে রাখবেন এবং অব্যশই পিন কারো সাথে শেয়ার করবেন না
উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
আপনার এলাকায় বা বাড়ির পাশে যদি কোন উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার জন্য আপনার কয়েকটি জিনিস প্রয়োজন হবে। যেগুলো আপনাকে সাথে নিয়ে নগদ উদ্যোক্তা পয়েন্টে যেতে হবে। সেগুলো হলোঃ
- আপনার ভোটার আইডি কার্ড
- নিজের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- যেই সিম দিয়ে নগদ একাউন্ট খুলবেন সেই সেই
- আপনার মোবাইল ফোন
এগুলো নিয়ে উদ্যোক্তা পয়েন্টে গেলে তারা আপনাকে একটি ফর্ম দিবে। আর সেই ফর্মটি পূরণ করলেই তারা আপনার নগদ একাউন্ট খুলে দিবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট তো খোলা হয়ে গেলো। এবার চলুন দেখে নেওয়া জাক নগদ একাউন্ট কিভান দেখবেন? ২ টি পদ্ধতিতে নগদ একাউন্ট দেখতে পারবেন। কোড ডায়াল করে এবং নগদ অ্যাপ দিয়ে।
কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
- ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *167#
- এরপর আপনি নগদ একাউন্টের সকল অপশ দেখতে পারবেন। ব্যালেন্স দেখার জন্য 7 লিখে My Nagad অপশনে প্রবেশ করুন
- এরপর 1 লিখে Balance Inquiry অপশনে ক্লিক করুন
- এরপর আপনার নগদ একাউন্টের পিন দিন
- পিন দিয়ে Send অপশনে ক্লিক করলে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম
- নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার জন্যপ্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ইন্সটল করুন। এবং সেটআপ বা ইন্সটল করা থাকলে অ্যাপে প্রবেশ করুন
- এরপর আপনার নগদ একাউন্ট নাম্বার, ওটিপি বা ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে লগিন করুন
- এরপর যদি আপনার নগদ একাউন্টের ভাষা বাংলা হয় তাহলে "ব্যালেন্স জানতে ট্যাপ করুন" আর ইংরেজি হলে "Tap to Balance" লেখায় ক্লিক করুন বা ট্যাপ করুন।
আরো বিস্তারিত পড়ুনঃ নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২ | Nagad account check code
নগদ একাউন্ট খুললেই ২০ টাকা রিচার্জ বোনাস
নগদ একাউন্ট খুলে নিজ নাম্বারে ২০ টাকা রিচার্জ করলেই পাবেন ৭২ ঘন্টার মধ্যে ১০০% ক্যাশব্যাক। এছাড়া আরো থাকছে
- দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ
- নগদ অ্যাপে সকল নাম্বারে ফ্রি সেন্ড মানি
- ফ্রি পে বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি)
- সবচেয়ে বেশি মুনাফা
- সেরা রিচার্জ অফার
- ঝামেলা বিহীন পেমেন্ট সিস্টেম
নগদ একাউন্ট এর সুবিধা — নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত
- অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় নগদে রয়েছে একটু বেশিই সুবিধা। নিচে নগদ একাউন্ট এর সুবিধা গুলো জেনে নিন
- ক্যাশ ইন ফ্রি দেশের সব জায়গাতেই রয়েছে নগদ উদ্যোক্তা পয়েন্ট। তাই সহজেই আপনার নগদ একাউন্টে যখন খুশি তখন টাকা ফ্রি ক্যাশ ইন করতে পারবেন।
- সর্বনিম্ন ক্যাশ আউট চার্জঃ নগদ একাউন্টে পাচ্ছেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। প্রতি হাজারে মাত্র চার্জ ৯.৯৯ + ১.৫০ সরকারি ভ্যাট টাকা ১১ টাকা ৪৯ পয়সা।
- ফ্রি সেন্ড মানিঃ নগদ একাউন্ট থেকে যেকোনো মোবাইল ব্যাংকিং নাম্বারে সম্পুর্ন ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন সহজে।
- মোবাইল রিচার্জঃ অন্যান্য মোবাইল ব্যাংকিং গুলোর মতো আপনিও নগদেও করতে পারবেন মোবাইল রিচার্জ।
- সবচেয়ে বেশি মুনাফাঃ আপনার নগদ একাউন্ট আপনাকে দিচ্ছে টাকা জমা রেখে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের সু্যোগ । মুসলিম হিসেবে ইসলামি শরীয়তে মুনাফা থেকে বিরত থাকুন, কেননা এটি ইসলামি শরীয়তে সম্পুর্ন হারাম
- ফ্রি পে বিলঃ আপনার নগদ একাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং পানির বিল সহ সকল বিল সম্পুর্ন ফ্রিতে পরিশোধ করতে পারবেন ঘরে বসেই
- ফ্রি এড মানিঃ আপনি চাইলে যেকোনো ব্যাংক একাউন্ট কার্ড থেকে নগদ একাউন্টে টাকা আনতে পারবেন।
- নিরাপত্তাঃ লেনদেন ব্যবস্থাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সবসময় সর্বোচ্চ রাখা হয়। আর এদিক দিয়ে নগদ একটি সরকারি সেবা হওয়ায় অন্যান্য লেনদেন ব্যবস্থা থেকে এটি অধিকতর নিরাপদ বলা যায়।
- অফারঃ নতুন ব্যবহারকারীদের একাউন্ট খুলে লাখপতি হওয়ার মত অফার দিয়েছে নগদ। নতুন অফার জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরো পড়ুনঃ নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম বিস্তারিত
নগদ একাউন্ট ব্যবহারে বিভিন্ন অফারসমূহঃ
নগদ একাউন্ট ব্যবহারকারীরা নিচের অফার গুলো উপভোগ করতে পারবেন।
- OBHAI তে ৩০% ইন্সট্যান্ট ক্যাশব্যাক।
- Walton – দেশের যেকোনো ওয়ালটল প্লাজা থেকে যেকোনো মূল্যের টিভি, ল্যাপটপ, রেফ্রিজারেটর ইত্যাদি কিনে নগদে পেমেন্ট করলে পাবেন ১০% ডিসকাউন্ট।
- ২০% ডিসকাউন্ট Bangla Cut এ
- ১০% ডিসকাউন্ট ঘুড়ি লার্নিং-এ
- ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক Amlaki-তে
- ১০% ডিসকাউন্ট Kablewala
- ৫০% ডিসকাউন্ট চরকি সাবস্ক্রিপশনে
- নগদ পেমেন্টে ১৬% পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক
- ShareTrip-এ ৭১% পর্যন্ত ডিসকাউন্টঃ
- HungryNaki-তে ১৬% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
- ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক Black & White-এ
- ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক LankaBangla-তে
- ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক Rajshahi Silk Fashion-এ
- Motion View-তে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
- ৫০ % ইনস্ট্যান্ট ক্যাশব্যাক Bongo-তে
- ১৫% পর্যন্ত ডিসকাউন্ট LifeSpring-এ
- ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অনলাইন কেনাকাটায়
- ১২% ক্যাশব্যাক Mithai ও Tasty Treat-এ
- SWAP-এ ১০,০০০ টাকা পর্যন্ত বোনাস
- মোবাইল রিচার্জে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক
- ওয়ালটন পণ্যে ১০% ডিসকাউন্ট
- NOVOAIR-এ ১০% ডিসকাউন্ট
- Oushodsheba.com-এ ৫% ফ্ল্যাট ডিসকাউন্ট
- Go Zayaan-এ ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট
- এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক নাম্বারে রিচার্জে পাচ্ছেন আকর্ষণীয় সব ক্যাশব্যাক অফার।
- কোভিড-১৯ টেস্ট ফি – নগদ ব্যবহার করে মাত্র ১০০ টাকার মাধ্যমে টেস্ট সেন্টার থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে। বিস্তরিত জানতে এই লিংকে যান।
অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন নগদ অফিশিয়াল ওয়েবসাইটের অফার তালিকায় এই লিংকে।
প্রয়োজনে নগদ হেল্পলাইন
প্রয়োজনে আপনি ঘরে বসেই নিতে পারবেন নগদ একাউন্ট সংশ্লিষ্ট যেকোনো সমাধান। ফোন করার পাশাপাশি অনলাইনেও নেওয়া যাবে নগদ একাউন্ট সংক্রান্ত সকল সমস্যার সমাধান।
- নগদ কাস্টমার কেয়ার ফোন নাম্বারঃ ১৬১৬৭ এবং ০৯৬০৯৬১৬১৬৭
- ইমেইল এড্রেসঃ info@nagad.com.bd
- নগদ অফিশিয়াল ওয়েবসাইটঃ nagad.com.bd
ডিজিটাল লেনদেন ব্যবস্থার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বেড়েছে ফ্রড ও অসাধু লোকদের পরিমাণ। তাই নগদ ব্যবহারে বাড়তি সতর্কতা মেনে চলা উচিত।
আবারো বলি মনে রাখবেনঃ মনে রাখবেন নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধি কখনো গ্রাহকের কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা একাউন্টের পিন জানতে চাইবে না। তাই কেউ ওটিপি বা একাউন্টের পিন চাইলে দিবেন না।
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
নগদ গ্রাহকগণ যেকোনো সময়ে যে কোন জায়গা থেকে মোবাইল নাম্বারে USSD কোড *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
*167# ডায়াল করে মোবাইল রিচার্জ করার নিয়ম নিম্নে দেওয়া হলঃ
- প্রথমে *167# ডায়াল করুন
- এরপর 3 প্রেস করে Mobile recharge অপশনে যান
- আপনার সিম অপারেটর সিলেক্ট করুন
- আপনার সিম যদি prepaid হয়, তাহালে 1 এবং postpaid হলে 2 লিখে Send করুন
- যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বার টাইপ করে Send এ ক্লিক করুন
- এবার টাকার পরিমান লিখে Send এ ক্লিক করুন
- শেষে পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলে মোবাইল রিচার্জ সম্পর্ন হয়ে যাবে।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় Nagad pin reset
অনেক সময় দেখা যায় যে দীর্ঘ দিন ব্যবহার না করার ফলে আমরা পিন কোড ভুলে যাই নগদ একাউন্টের পিন ভুলে গেলে নিজেই খুব সহজে নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। নগদ একাউন্টের পিন রিসেট করার পদ্ধতি নগদ একাউন্টের পিন রিসেট করার জন্য নিচের বিষয় গুলো অনুসররন করুন- প্রথমে ডায়াল করুন *167#
- এরপর PIN Reset এর জন্য 8 নাম্বার অপশনে চলে যান
- পিন ভুলে গেলে 1 নাম্বার বা পিন পরিবর্তন করতে চাইলে 2 নাম্বার অপশন সিলেক্ট করুন
- নগদ একাউন্ট যে NID Card দিয়ে খুলছেন সেই এনআইডি নাম্বার এবং জন্মসাল সঠিক ভাবে দিন
- একাউন্ট থেকে গত ৯০ দিনের মধ্যে কোনো লেনদেন করে থাকলে “হ্যা” এবং লেনদেন না করে থাকলে “না” সিলেক্ট করুন
- যদি লেনদেন করে থাকেন, তাহালে কি ধরনের লেনদেন করেছেন সেটা সিলেক্ট করুন এবং শেষ ১০ টি লেনদেন মধ্যে থেকে একটি লিখুন
- সব তথ্য ঠিক থাকলে একাউন্ট নাম্বারে একটি কনফার্মেশন পাবেন।এবার *167# ডায়াল করে পিন রিসেট করে নিন।
নগদ একাউন্ট বন্ধ করা পদ্ধতি
গ্রাহকগণ ঘরে বসেই নগদ একাউন্ট ইচ্ছা করলে ও বন্ধ করার কোনো সুযোগ নেই বর্তমানে। কোনো কারণে যদি আপনার নগদ একাউন্ট বন্ধ করতে চান, তাহালে আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে নিকটতম নগদ কাস্টমার কেয়ার বা এজেন্টের কাছে যেতে হবে।এক্ষেত্রে তাদের কাছে গিয়ে আপনি আপনার নগদ একাউন্ট বন্ধ করতে চান বিষয়টি বুঝিয়ে বললে তালা যথাযথভাবে ব্যবস্থা নেবে এবং বললেই তারা নিজের দ্বায়িক্তে আপনার একাউন্টটি বন্ধ করে দিবে।
উপসংহারেঃ প্রিয় পাঠকদের বলবো আজকের আর্টিকেলে আমরা নগদ একাউন্ট খোলার নিয়ম,
বিভিন্ন বিদ্যুৎ বিল টেলিফোন বিল ইত্যাদি নানা রকম বিল পরিশোধ, মোবাইল রিচার্জ কাউকে টাকা পাঠানোর, অফারসমূহ,মোবাইল রিচার্জ এবং পদ্ধতি থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত আলোচনা করেছি। আশা করি আপনারা এই আর্টিকেল পড়ে নগদ মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর হ্যা, যদি নগদ একাউন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।