পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক (সৌদি ওমান কাতার ও দুবাই)
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
ভিসা চেক কেন করবেন
আপনার ভিসা চেক করা জরুরি কারণ আপনার মনে সন্দেহ থাকতে পারে, আসলে আমি অন্যদেশের পারমিট পেলাম কিনা? তারা এমন ভাবে এডিট করে আপনি তো আর বুঝবেন না ভিসা আসল কিংবা নকল। আর যদি কোনোভাবে নকল ভিসা সংগ্রহ করেন তাহলে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছাটা অপূর্ন থেকে যাবে। আপনার পাসপোর্ট অনুসারে আপনার কাঙ্খিত দেশের জন্য উপযুক্ত হয়েছে কিনা।আপনার ভিসাটি বৈধ কিনা এজন্য অনলাইনে ভিসা চেক করতে হবে। আজকের পোস্ট আমরা জনপ্রিয় দেশ যেমন কাতার, দুবাই,ইন্ডিয়ান,ওমান,সৌদি এই পাঁচটি দেশের ভিসা যাচাই করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
আরো পড়ুনঃ অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার নিয়ম ও খরচ 2022
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
আপনি হয়তো সৌদি ভিসা আবেদন করেছেন. বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আমাদের প্রশ্ন করে কিভাবে সৌদি আরবের ভিসা অনলাইনে চেক করা যায়। আমরা আজকে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানাবো।
অনলাইনে সৌদি ভিসা চেক করার নিয়ম
সৌদিতে যারা প্রবেশ করতে চান তাদের এদেশের এম্বাসি থেকে সৌদি ভিসা লাগিয়ে নিতে হবে। এর পরে পাসপোর্ট নাম্বার দিয়ে এনজাজ ভিসা চেক করতে পারবেন। সৌদি ভিসা আপনারা এনজাজ ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। দয়া করে নিচের লিংকে ক্লিক করুনঃ
- https://enjazit.com.sa/Enjaz/PersonServices
এখানে নিচের মত একটি পেজ পাবেন। এখান থেলে লাল গোল চিন্হ দেয়া Find Application Data তে ক্লিক করুন।
এরপরে
- Passport Number এ আপনার পাসপোর্ট নাম্বার দিবেন
- Visa Type এ আপনি যে উদ্দেশ্যে ভিসা করেছেন সেটা বাছাই করেন
- Current Nationality তে Bangladesh সিলেক্ট করুন
- Visa Issuing Authority তে Dhaka সিলেক্ট করুন।
- Image Code এ ডান পাশে দেয়া পিকচারের কোড গুলো দিন
এর পরে সার্চ বাটনে ক্লিক করুন।এখন আপনার ভিসা টি বৈধ হলে সপূর্ন বায়োডাটা পেয়ে যাবেন এখানে।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
আপনি হয়তো দুবাই ভিসা আবেদন করেছেন বা ভিসা পেয়েছেন। অথবা অন্য কারো ভিসার স্ট্যাটাস যাচাই করতে চান দুবাই একটি অত্যন্ত ধনি দেশ। ভ্রমন করার জন্য দুবাই একটি জনপ্রিয় অঞ্চল। যারা দুবাই এর জন্য ভিসা লাগিয়েছেন তারা খুব সহযেই ica smart service ওয়েবসাইট থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন। চেক করতে হলে নিচের লিংকে ক্লিক করুন।
অনলাইনে দুবাই ভিসা চেক করার নিয়ম
- https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity এর পরে নিচের মত একটি ওয়েবপেজ পাবেন। এখাম থেকে প্রথম ছবির মত দেখতে পাবেন।
- Search By দুইটা অপশন থেকে Passport Information সিলেক্ট করবেন
- Select The Type দুইটা অপশন থেকে Visa সিলেক্ট করে নিবেন।
- Passport Number ঘরে আপনার পাসপোর্ট নাম্বার টি দিবেন।
- Passport Expiry Date এ আপনার পাসপোর্ট এর মেয়ার শেষ হওয়ার তারিখ দিবেন। যেমন 01/01/2025
- Nationality ঘরে BANGLADESH সিলেক্ট করবেন।
- এর পরে I am Not A Robot এ ক্যাপচা পুরন করে নিবেন।
এর পরে Search বাটনে ক্লিক করলে আপনার ভিসা তথ্য সঠিক থাকলে সমস্ত বায়োডাটা দেখতে পাবেন। চাইলে সেখান থেকে pdf Print করে নিতে পারেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক
যারা কাতারের ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে পাসপোর্ট করেছেন তারা খুব সহজে তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন ঘড়ে বসে এজন্য কাতার এম্বাসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।এক্ষেত্রে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন
অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
- https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting
এরপরে নিচের মত একটি পেইজ দেখতে পাবেন৷ এখান থেকে
- visa Number ও Passport Number দুইটা অপশন এর মধ্যে Passport Number সিলেক্ট করবেন।
- Passport Number ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন।
- Nationality ঘরে BANGLADESH দিবেন।
- এরপরে নিচের ছবিতে একটি কোড দেখতে পাবেন। সেই কোডটি পরের ঘরে দিবেন
- সব শেষে Submit এ ক্লিক করলে আপনার ভিসা তথ্য জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক
- Visa Application Number টি লিখুন- অবশ্যই ইংরেজিতে লিখবেন।
- Travel Document Number হিসেবে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
- Select Document’s Nationality তে পাসপোর্টের কোন দেশের অর্থাৎ আপনি কোন দেশের তা সিলেক্ট করতে হবে। বাংলাদেশ থেকে হলে, Bangladesh সিলেক্ট করুন।
- Text Verification এ ছবিতে দেখানো সংখ্যাটি লিখুন এবং Search করুন
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
আপনি হয়তো ইন্ডিয়ান ভিসা আবেদন করেছেন বা ভিসা পেয়েছেন। অথবা অন্য কারো ভিসার স্ট্যাটাস যাচাই করতে চান। এখানে আমি দেখাবো, কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ই ভিসা চেক (Indian visa check by passport number) করবেন।বাংলাদেশ থেকে অনেকেই কাজে বা ব্যবসায়িক প্রয়োজনে ইন্ডিয়া যেতে পারেন। যদি আপনি তাদের মধ্যে হয়ে থাকে, এই পোস্টটি আপনার হয়তো কাজে লাগবে। ভিসার বিভিন্ন ধরণ আছে। আপনি যদি কারো মাধ্যমে ভিসা নিয়ে থাকেন, যাচাই করে দেখা উচিত আপনার ভিসা সঠিক কিনা এবং সঠিক ধরণের কিনা। আবার অনেকে আছেন, যারা ভিসার টাকা পেমেন্ট করেছেন কিন্তু এখনো অপেক্ষা করছেন কখন ভিসা পাওয়া যাবে। তারাও ইন্ডিয়ান ভিসার আবেদন এপ্রুভড (Approved) হয়েছে কিনা তাও যাচাই করতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট অফিস কবে খুলবে
পাসপোর্ট অফিস সরকারী ছুটির দিনে বন্ধ থাকে, পাসপোর্ট অফিস প্রতি সপ্তাহে ২ দিন বন্ধ থাকে সরকারী ছুটির দিন বাদে শুক্রবার এবং শনিবার পাসপোর্ট অফিস বন্ধ থাকে। এছাড়াঘরে বসে ভিসা চেক করার নিয়মসব দেশের ভিসা চেক করুন
- ইন্ডিয়া ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://labour.nic.in/
- কেনিয়ার ভিসা অনলাইনে দেখুন http://www.labour.go.ke/
- ইতালি ভিসা অনলাইন চেক https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
- অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করুন http://www.mom.gov.sg/
- গ্রীস ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.mddsz.gov.si/en
- বাংলাদেশ ভিসা অনলাইন http://www.moi.gov.bd চেক করুন
- সাইপ্রাস ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://moi.gov.cy/
- নেপাল ভিসা অনলাইন চেক http://www.moic.gov.np/
- আলবেনিয়ার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.moi.gov.al/
- জাম্বিয়ার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.moi.gov.gm/
- জর্ডান ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.moi.gov.jo/
- শ্রীলঙ্কার ভিসা অনলাইনে দেখুন http://www.labourdept.gov.lk/
- http://www.tanzania.go.tz-এ অনলাইনে তানজানিয়া ভিসা চেক করুন
- কাতার ভিসা অনলাইন http://www.moi.gov.qa/site/english চেক করুন
- কুয়েতের ভিসা অনলাইনে দেখুন http://www.moi.gov.kw
- ইরানের ভিসা অনলাইনে দেখুন http://www.irimlsa.ir/en
- অনলাইনে জাপান ভিসা চেক http://www.mhlw.go.jp/english/
- সাইপ্রাস ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.mfa.gov.cy/
- ভিয়েতনামের ভিসা অনলাইনে english.molisa.gov.vn/ এ চেক করুন
- অনলাইনে নিউজিল্যান্ড ভিসা চেক http://www.dol.govt.nz/
- পাকিস্তানের ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.moitt.gov.pk/
- জিম্বাবুয়ে ভিসা অনলাইন চেক http://www.dol.gov/
- ফিলিপাইনের ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.dole.gov.ph/
- মালয়েশিয়া ভিসা অনলাইনে দেখুন http://www.mohr.gov.my
- রাশিয়ার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.labour.gov.on.ca/
- কানাডার ভিসা অনলাইনে দেখুন http://www.cic.gc.ca/english/index.asp
- ইউএসএ ভিসা অনলাইন চেক https://www.vfs.org.in/UKG-PassportTracking/
- মিশর ভিসা অনলাইন চেক http://www.moiegypt.gov.eg/english/
- দক্ষিণ আফ্রিকা ভিসা অনলাইন চেক http://www.labour.gov.za/
- নামিবিয়ার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.mol.gov.na/
- mhrys.gov.mv/ এ অনলাইনে মালদ্বীপের ভিসা চেক করুন
- অনলাইনে মিয়ানমারের ভিসা চেক http://www.mol.gov.mm/
- লেবাননের ভিসা অনলাইনে দেখুন http://www.labor.gov.lb/
- পোল্যান্ড ভিসা অনলাইন http://www.mpips.gov.pl/en চেক করুন
- ইংল্যান্ডের ভিসা অনলাইন http://www.ukba.homeoffice.gov.uk চেক করুন
- বুলগেরিয়ার ভিসা অনলাইনে দেখুন http://www.mlsp.government.bg/en
- ঘানার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.ghana.gov.gh/
- থাইল্যান্ডের ভিসা অনলাইনে দেখুন http://www.mfa.go.th
- বাহরাইন ভিসা অনলাইনে দেখুন http://www.mol.gov.bh
- ভুটানের ভিসা অনলাইনে দেখুন http://www.molhr.gov.bt/
- কলম্বিয়ার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
- জাম্বিয়ার ভিসা অনলাইনে দেখুন http://www.mlss.gov.zm এ
- অস্ট্রেলিয়ার ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.workplace.gov.au/
- ওমানের ভিসা অনলাইনে দেখুন http://www.rop.gov.om/
- কোরিয়া ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.moel.go.kr/english
- USA ভিসা অনলাইন চেক http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
- ইয়েমেন ভিসা অনলাইনে দেখুন http://www.dol.gov/
- নেদারল্যান্ডের ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://english.szw.nl/
- ওমানের ভিসা অনলাইনে পরীক্ষা করুন http://www.rop.gov.om/english/onlineservices-visasatus.asp