জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম ২০২২ - anyupay.com

জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম ২০২২

জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম জানা অত্যন্ত জরুরী। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার জন্ম নিবন্ধন পাওয়াটাও যেমন জরুরী। ঠিক তেমনি বিশেষ কারণবশত সেটি বাতিল করা অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে । একটি দেশের নাগরিকের নাগরিকত্ব প্রমাণের সময় জাতীয় পরিচয় পত্রের পরেই জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই একজন সুনাগরিক হিসেবে আপনার একটিমাত্র জন্ম নিবন্ধন তৈরি করার বৈধতা রয়েছে।
জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম ২০২২


তবে অনেক সময় ভুলবশত আমরা একাধিক জন্ম নিবন্ধন আবেদন করে থাকি । এই অবস্থায় আপনি অবশ্যই চাইবেন যেন কোন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে। তাই আপনাকে এই অবস্থা থেকে রক্ষা করার জন্য আমরা এখানে জন্ম নিবন্ধন একের অধিক হলে তা কিভাবে বাতিল করবেন। সেই সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করবো এই পোস্ট এ । আমি আশা করবো আপনি আমাদের এই আর্টিকেলটি পড়বেন এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন ও আপনার এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন।

জন্ম নিবন্ধন বাতিল করবেন কেন?

আমরা জানি  আমাদের দৈনন্দিন জীবনের জন্ম নিবন্ধন সনদের গুরুত্ব অপরিসীম। তাই প্রতিটি ক্ষেত্রে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে পাসপোর্ট ভিসা ইত্যাদি করার জন্য আপনার জন্ম নিবন্ধন কার্ড বিশেষ প্রয়োজন পড়ে। সেই কারনে  জন্ম নিবন্ধন করার পরে যদি দেখেন একের অধিক বার ডুবলিকেট হয়ে গেছে তাহলে আপনাকে তা যত তাড়াতাড়ি সম্ভব বাতিল করার জন্য আবেদন করতে হবে। কেননা  একটি আবেদনের পর পরেরটিকে ডুবলিকেট হিসেবে ধরা হয় তাই। আর এই ডুবলিকেট জন্ম সনদ থাকার অর্থ হলো আপনার বিভ্রান্তি সৃষ্টি হওয়া তাই আপনি কোনটি আসল জন্ম নিবন্ধন কার্ড সম্পর্কে জানতে পারবেন না। তাছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত একজন ব্যক্তির দুটি থাকা দণ্ডনীয় অপরাধ। এই কারনে সেই বেক্তির  আইন ভঙ্গকারী হিসেবে 5000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।

 2019 সালে এক পরিসংখ্যানে দেখা যায় যে। দেশের মোট জনসংখ্যার হিসেবের চেয়ে জন্ম নিবন্ধন সংখ্যা বেশি হয়ে দাঁড়িয়েছে যা এক বিব্রতকর পরিস্থিতির জন্ম দেয়। আসলে এর প্রধান কারণ হচ্ছে একই ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন সনদ দাখিল তারই প্রেক্ষিতে 2019 সালে জন্ম নিবন্ধন সিস্টেম চালু করা হয় অর্থাৎ অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের ব্যবস্থা চালু করা হয়।

জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম ২০২২

আমরা জন্ম নিবন্ধন বাতিল এই  বিষয়টাকে পাঠকদের কাছে সহজ করার জন্য ৫ টি ধাপে ক্রমান্বয় আলোচনা করেছি যা পাঠকরা উপকৃত হবে সহজে জন্ম নিবন্ধন আবেদন বাতিল করতে পারবে
  1. প্রথমে ওয়েব সাইটে প্রবেশ করুন
  2. তারপর জন্ম সনদ নির্ধারণ করুন
  3. নিবন্ধন কার্যালয় ঠিকানা প্রদান করুন
  4. জন্ম সনদ বাতিলের কারণ ও আবেদনকারী তথ্য প্রদান
  5. আবেদন কপি প্রিন্ট করুন
ধাপ ১

ওয়েব সাইটে প্রবেশ করুন

বাংলাদেশ সরকার অনলাইনে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সকল কাজ পরিচালনার জন্য নির্দিষ্ট একটি মাত্র ওয়েবসাইট চালু করেছে যে ওয়েবসাইটে ভিজিট করে আপনি উপযুক্ত তথ্য উপস্থাপন করার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন বাতিল করতে পারবেন।
প্রথমেই আপনাকে https://bdris.gov.bd/br/application এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে জন্ম নিবন্ধন নামক একটি মেনু দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন আবেদন
ধাপ ২

জন্ম সনদ নির্ধারণ করুন

আপনি যেহেতু জন্ম সনদ বাতিল করতে চান তাহলে সার্টিফিকেটের বাতিলের আবেদন অপশনে ক্লিক করুন।
পরবর্তী পদক্ষেপ হবে আপনার জন্ম সনদ নির্ধারণ করা অর্থাৎ আপনি যে জন্ম সনদ বাতিল করতে চাচ্ছেন তার নম্বরটি নির্দিষ্ট স্থানে প্রদান করুন জন্ম তারিখ লিখুন।

জন্ম সনদ নির্ধারণ করুন

উপরের তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার জন্মনিবন্ধনের সকল তথ্য অর্থাৎ ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম সহ সবকিছু দেখানো হবে।
এরপর ডান পাশে থাকা নীল রঙের নির্বাচন করুন অপশনে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পর আপনার পদক্ষেপকে নিশ্চিত করতে বলা হবে নিশ্চিত হলেন বাটনে ক্লিক করুন এবং পরবর্তী পদক্ষেপ এ প্রবেশ করুন।
ধাপ ৩

নিবন্ধন কার্যালয় ঠিকানা প্রদান করুন

নিবন্ধন কার্যালয় ঠিকানা প্রদান করুন


আপনি কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে নিবন্ধন কার্যালয় ঠিকানা প্রদান করতে বলা হবে। উল্লেখ্য যেযে কার্যালয় থেকে আপনার জন্ম সনদ দাখিল করা হয়েছিল ওই কার্যালয় থেকে আবার তা বাতিল করতে হবে।

অন্য কোন নাম দিলে তা গ্রহণযোগ্য হবে না আপনি যদি ভুলে যান কোন কার্যালয় থেকে জন্ম সনদ দাখিল করেছেন তাহলে জন্ম সনদের ওপরের অংশে দেখতে পাবেন নাম সে কার্যালয় ঠিকানা যথাযথভাবে প্রদান করার চেষ্টা করুন।

ঠিকানা প্রদানের ক্ষেত্রে প্রথমে দেশ ও বিভাগের নাম উপজেলা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এর নাম ওয়ার্ড বা অঞ্চলের নাম যথাযথভাবে প্রদান করুন।
ধাপ ৪

জন্ম সনদ বাতিলের কারণ ও আবেদনকারী তথ্য প্রদান

জন্ম সনদ বাতিলের কারণ ও আবেদনকারী তথ্য প্রদান



আলোচনায় অংশ আপনি কোন নিবন্ধন সনদ বাতিল করতে চাচ্ছেন তার কারণ কী তা সম্পর্কে বিস্তারিত ভাবে তথ্য জমা দিতে হবে তবে ওয়েবসাইটে বর্তমানে শুধু একটি কারণে বাতিল করা অপশনটি চালু রয়েছে সেটি হলো ডুপ্লিকেট কপি অর্থাৎ শুধুমাত্র জন্ম সনদের 12 বা তারও বেশি থাকলে কেবল আপনি জন্ম সনদ বাতিল করতে পারবেন।

আপনি যদি নিজের জন্ম সনদ বাতিলের জন্য আবেদন করে থাকেন এবং আপনার বয়স যদি 18 উপুড় হয়ে থাকে তবে নিজ অপশন প্রথমে নির্ধারণ করুন না হলে পিতা-মাতা অপশন নির্ধারণ করুন।

নিজ অপশন টি ক্লিক করলে আবেদনকারীর নাম এর স্থলে জন্ম সনদ অনুযায়ী আপনার নাম আসবে পিতা-মাতা নির্ধারণ করলেও জন্ম সনদ অনুযায়ী তাদের নাম আসবে তবে যদি অন্য কারো হয়ে আবেদন করতে গিয়ে অভিভাবক অপশন সিলেক্ট করেন তাহলে আলাদা করে নিজের নাম লিখতে হবে।
ধাপ ৫

আবেদন কপি প্রিন্ট করুন

আবেদন কপি প্রিন্ট করুন



এটি হলো আবেদনের শেষ ধাপ সবশেষে আপনার আবেদনপত্রের একটি নম্বর উল্লেখিত থাকবে নম্বরটি সংরক্ষণ করুন এই আবেদনটি প্রিন্ট করে আপনি যে কার্যালয় জন্ম সনদ বাতিলের জন্য আবেদন করেছেন সেখানে জমা দিন জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ রয়েছে।

বাংলা মনে রাখবেন আবেদনের সাথে দেওয়া মোবাইল নম্বরে একটি ম্যাসেজ আসবে এবং আপনাকে আবেদনপত্রটি সরাসরি প্রিন্ট করতে পারবেন এবং তা পিডিএফ কপি ও সংরক্ষণ করতে পারবেন।
জন্ম নিবন্ধন নিয়ে আরো তথ্য

জন্ম নিবন্ধন আবেদন বাতিল করা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ১) জন্মসনদে যেই তথ্য আছে তা ভুল। ভুল তথ্য থাকলে কি তা সংশোধন করবো না কি বাতিল করবো?

উত্তরঃ সবথেকে কমন একটি প্রশ্ন এর জবাবে বলবো যদি সংশোধন করা সম্ভব হয় তাহলে অবশ্যই জন্মনিবন্ধন সংশোধন করবেন।

প্রশ্নঃ) আমার দুইটি / তিনটি / জন্ম নিবন্ধন জন্মসনদ আছে, কয়টি বাতিল করতে হবে?

উত্তরঃ আসলে আপনার  মূল একটি রেখে বাকি সবই বাতিল করতে হবে।

প্রশ্নঃ৩) নির্দিষ্ট তারিখের মধ্যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করে কার্যালয়ে দাখিল করতে না পারলে কি করবো?

উত্তরঃ আপনাকে  এক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ নির্বাচন কার্যালয়ের সাথে যোগাযোগ করুন ও তাদেরকে কারণ বুঝিয়ে বলুন। পরবর্তীতে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
প্রশ্নঃ কিভাবে জন্ম নিবন্ধন বাতিল করবেন?
উত্তরঃ সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব একাধিক জন্ম সনদ আবেদন না  করা। আবার অনিচ্ছাকৃত যদি কারো হয়ে যায় সে ক্ষেত্রে আপনার যদি একের অধিক জন্ম নিবন্ধন সনদ হয়ে থাকে তাহলে আপনি তা অবশ্যই বাতিল করতে। তবে সঠিকভাবে জন্ম নিবন্ধন বাতিল করতে চাইলে আমাদের নিচের নির্দেশনা মেনে চলুন আমরা এখানে বিস্তারিত এবং সফল ভাবে সকল তথ্য প্রদান করেছি।

জন্ম নিবন্ধন আবেদন বাতিল উপসংহার 

জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ এবং জরুরী জিনিস। আপনি যে এদেশে জন্মেছেন তার আইডেন্টিটি  এবং এদেশের নাগরিক তা প্রমাণ এর জন্ম সনদের মাধ্যমে হয়ে থাকে। তাই প্রত্যেক বাবা-মার এবং অভিভাবক দের উচিত জন্মের 45 দিনের মধ্যে শিশুদের জন্ম সনদ তৈরি করা কিন্তু অনেক সময় জন্মসনদ তৈরিতে জটিলতা দেখা দেয়। এক্ষেত্রে জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম জানা   এই অবস্থায় আপনার উচিত  নিকটস্থ নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করুন, সিটি করপরেশন অথবা পৌরসভা ইউনিয়নের অফিসে সরাসরি যোগাযোগ করুন মূল্যবান কাজটি সম্পন্ন করুন ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url