জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় - Lost Birth Certificate Bangladesh - anyupay.com

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় - Lost Birth Certificate Bangladesh

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড২০২২।জন্ম নিবন্ধন হারিয়ে গেলে লরণীয়। (Lost Birth Certificate Bangladesh) জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২।অনেক সময় বিভিন্ন কারনে আমাদের জন্ম নিবন্ধন সনদটি হারিয়ে যায় বা একেবারেই নষ্ট হয়ে যায়।তখন আমরা বিশাল এক টেনশনে পড়ে যাই।কিন্তু এই টেনশনের দিন শেষ এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ। এখন আবার কেউ মনেও করবেন যে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কি অনলাইন থেকে ডাউনলোড করা যায়? হ্যাঁ যায়  আপনাদের এসব প্রশ্নের উত্তর নিয়েই আমি আজ হাজির হয়েছি আজ পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেয়ার চেষ্টা করবো

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয়






জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়। হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ডাউনলোড ২০২২

উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদের জন্য কোন আবেদন ও জটিল কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে না। আপনি অত্যান্ত সহজভাবে আপনারা আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করে নিতে পারবেন 

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ডাউনলোড ২০২২

আর আজ যদি জন্ম নিবন্ধন সনদটি হারিয়ে যায়। গেলে কখনই  টেনশন করবেন না,কারন সহজ কিছু নিয়ম অনুসরণ করলে আপনি আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদটির অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। আবার চাইলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে আপনার হারানো জন্ম নিবন্ধন সনদটি সংগ্রহ করতে পারবেন।যখন আমরা কোন ইউনিয়ন পরিষদের অথবা সিটি কর্পোরেশন আওতায় জন্ম নিবন্ধন করি সেখান থেকে আমাদের এক কপি দেয়া হয় আর বাকি আর এক মুল কপি ইউনিয়নে রাখা হয়।তাই জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলেও টেনশনে পরে যাওয়ার কিছু নেই। 

jonmo-nibondhon-online-copy-download


অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড

ইউনিয়ন পরিষদে গিয়ে সিটি কর্পোরেশন থেকে আপনার কিছু বিষয় কাজ করতে হবে তা হলো ইউনিয়ন পরিষদের সচিব সিটি কর্পোরেশন তার সাথে যোগাযোগ করতে হবে।আপনার জন্ম নিবন্ধনটিতে একটি পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তা করা আছে। সে পাসওয়ার্ডটা আপনার সংরক্ষিত জন্ম নিবন্ধন সনদ এ লেখা আছে।মোট কথায় আপনি সচিবের সাথে যোগাযোগ করলেই জন্ম নিবন্ধন সনদ তুলতে পারবেন।আর  তাতেও যদি সমস্যা হয় তাহলে আপনি যা করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণের জন্য আবেদন করুন অনলাইনে

আপনার হারিয়ে যাওয়া জন্ম সনদ বা হাতের লেখা জন্ম সনদ আবেদনের মাধ্যমে যথাক্রমে অনুলিপি বা ডিজিটাল কপি পেতে পারেন।এক্ষেত্রে অবশ্যই আপনাকে পুনঃমুদ্রণের জন্য আবেদন করতে হবে

অনলাইনে আবেদনটি সম্পুর্ন করতে হলে কয়কটি ধাপ জানতে হবেঃ

জন্ম নিবন্ধন যাচাইকরণ Website



অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাকে যেতে হবে বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্ভিসের ওয়েব সাইটে। সাইট লিংকঃ https://bdris.gov.bd/br/application  এই ওয়েবসাইটে ঢোকার পর আপনি জন্ম নিবন্ধন মেনুতে চলে যাবেন।

  1. জন্ম নিবন্ধন সনদ প্রতিলিপির জন্য আবেদন

  2. এরপর আপনি জন্ম নিবন্ধন সনদ পুনঃমুর্দ্রন এ ক্লিক করবেন। 

  3. ওয়েবসাইটে থাকা ফাকা ঘরে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ বা আপনি যেখান থেকে আবেদন করতেছেন সেটা সিলেক্ট করে ক্লিক করে দেন।

  4. দেশের বাহিরে থেকে করতে চাইলে যে দেশে থাকছেন সেখানকার বাংলাদেশ হাই কমিচন যোগ করতে হবে/সন্তানের করতে চাইলে অবশ্যই পিতার মাতার জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড লাগবে

  5. এরপর আপনি জন্ম নিবন্ধন পুনঃমুর্দ্রনের আবেদনটি জমা দেন।

  6. এর পর আপনার ইউনিয়ন পরিষদে অনলাইনে আবেদনের হার্ড কপি দেখাতে পারেন। 

জন্ম নিবন্ধন সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর

  1. প্রশ্নঃ জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps  কোনটি ?
    প্রথম প্রশ্নের উত্তর জানতে এই লিংকে প্রবেশ করুন

  2. প্রশ্নঃ জন্ম নিবন্ধন ভুল হলে করণীয় কি?
    উত্তর জানতে এই লিংকে প্রবেশ করুন

  3. প্রশ্নঃ হারানো জন্ম নিবন্ধন পেতে যা করবেন?
    উত্তর জানতে এই লিংকে প্রবেশ করুন

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কিছু টিপস  - Lost Birth Certificate Bangladesh

জন্ম নিবন্ধন প্রতেক্যটা নাগরিকের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমানে সকল নাগরিকের জন্য জন্ম নিবন্ধন সনদ বাধ্যতা করা হয়েছে।জন্মের পর ৪৫দিনের মধ্যে সন্তানের জন্ম নিবন্ধন করান।যেহেতু জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বস্তু তাই আমাদের উচিৎ এগুলো সেইভ করে রাখালে জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে (Lost Birth Certificate Bangladesh) যাতে কোন ধরনের ঝামেলায় পড়তে না হয়।

আজ এপর্যন্ত  আবারো আপনাদের মাঝে হাজির হব নতুন কোন অনলাইন টিপস বা অন্যান্য কোন  বিষয় নিয়ে।কোন বিষয়ে কত ফি ইত্যাদি জানার থাকলে নিচের ওই আর্টিকেল টা আপনার জন্য 

সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url