অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার নিয়ম জানলে আপনি ঘড়ে বসে মোবাইল এর মাধ্যমে অনলাইনে নিজেই নিজের ই পাসপোর্ট চেক করতে পারবেন এর জন্য যা লাগবে বা আপনার করনিও তা নিচে আলোচনা করা হল
আমাদের পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই এমতাবস্থায় আমাদের পাসপোর্ট হয়েছে কিনা বা পাসপোর্টের বর্তমান অবস্থা কি চেক করার প্রয়োজন পড়ে অথচ আমরা অনেকেই জানি না কিভাবে পাসপোর্ট চেক করতে হয় তাই আজকের পুরো পোস্টে জুরে আমরা আপনাকে (E Passport Check Online Bangladesh) পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করি আমাদের সাথে থাকবেন
ই পাসপোর্ট চেক করতে যা যা লাগবে
- ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার বা মোবাইল
- অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) বা অ্যাপ্লিকেশন আইডি (আপনার ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করার পরে, আপনি আবেদনের সারাংশ পৃষ্ঠা থেকে অনলাইন নিবন্ধন আইডি বা OID পাবেন।)
- পাসপোর্ট আবেদনে দেয়া প্রদত্ত জন্ম তারিখ
ই পাসপোর্ট চেক করার নিয়ম
- মোবাইল এর মাধ্যমে ই পাসপোর্ট চেক
- আরেকটি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ই পাসপোর্ট চেক
অর্থাৎ কম্পিউটারে ইন্টারনেট কানেকশন টি সফল ভাবে দিয়ে দিবেন তারপরে নিচের দেয়া নিয়মটি ফলো করুন
মোবাইল এর মাধ্যমে ই পাসপোর্ট চেক
আরেকটি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ই পাসপোর্ট চেক
- আপনাকে ই পাসপোর্ট চেক করতে হলে প্রথমে আপনাকে যেকোনো একটা ব্রাউজার হলেই হবে যেমন অপেরা অথবা গুগোল ক্রম অথবা মজিলা ফায়ারফক্স ব্রাউজিং করতে হবে সরকারি পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে - www.epassport.gov.bd সেখান থেকে Check Status অপশন ক্লিক করে আপনার পাসপোর্ট চেক ইনফর্মেশন দিবেন।
- পরবর্তী পেজ এ ই পাসপোর্ট তথ্য দেখতে পাবেন বর্তমানে ই-পাসপোর্ট নতুন একটি প্রযুক্তি,শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে পাসপোর্ট এর প্রয়োজন পড়ে এমন কোন কথা নেই, আর এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে তবে সরকার যেহেতু নতুন প্রযুক্তির ই-পাসপোর্ট নিয়ে এসেছেন আপনি যদি বাংলাদেশ পাসপোর্ট চেক করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন
ই পাসপোর্ট চেকিং করার নিয়ম
- সরকারি পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে - www.epassport.gov.bd এখান থেকে প্রথম Application Id ঘরে তে আপনার পাসপোর্ট করার সময় ডেলিভারি স্লিপ যে প্রদত্ত দিয়াছিল সেই নাম্বার টি সঠিক টাইপ করে দিতে হবে- আপনার স্লিপটি ঠিক এইভাবে দেখতে হবে একদম স্লিপের উপরে ডান অ বাম পাসে এইরকম নাম্বার দেখতে পারবেন, একদম ডানপাসে
- এর পরের বক্সে আপনার পাসপোর্ট এ দেয়া জন্ম তারিখ দিবেন ,ওয়েবসাইট ব্যবহারকারী মানুষ (Human) না রোবট কিনা তা চেক করার জন্য একটি গাণিতিক প্রশ্ন বা ক্যাপচা দেওয়া হয় এর পরে ক্যাপচা পুরন করে দিবেন
- সব শেষ এ Check বাটনে ক্লিক করলে আপনার ই-পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন তাহলে বুঝা গেল তো অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট ওয়েবসাইট
ই পাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে Google Chrome অপেন করুন টাইপ করুন - www.epassport.gov.bd সাইটে Check Status মেন্যুতে ক্লিক করে, Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ দিন সবশেষে I am human লেখার পাশে টিক দিয়ে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন।
এস এম এস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম
sms এর মাধ্যমে ই পাসপোর্ট চেক
sms মাধ্যমে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন 16445 নাম্বার এর মাধ্যমে। ই পাসপোর্ট রেজিস্ট্রেশান করার পর আপনাকে যে ডেলিভারি স্লিপ দেওয়া হবে তার উপরের ডান পাশে বারকোডের নিচে যেমন 15010000628586 ডেলিভারি স্লিপে xxxx-xxxxxxxxx নিচের ফরম্যাটে লিখে 16445 নম্বরে পাঁঠিয়ে দিন
অর্থাৎ EPP একটা স্পেস তার পর এপ্লিকেশন আইডি xxxx xxxxxxxxx পাঠাবেন 16445 নুম্বারে
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক - অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার নিয়ম
অনেকে আছে পাসপোর্ট করার পরে পূর্বের দেখানো নিয়ম অনুযায়ী পাসপোর্ট চেক করে থাকেন এর পরেও অনেক মানুষ আছে যারা প্রশ্ন করে, থাকে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট কিভাবে চেক করা যায়।তাদের সবার উদ্দেশ্যে একটা কথা হল আপনি যখন পাসপোর্ট করবেন তখন আপনাকে ডেলিভারি স্লিপে একটি( Enrolment ID) দেওয়া হবে কিন্তু এখানে আপনার পাসপোর্ট নাম্বার উল্লেখ থাকবে না সুধু নাম্বার থাকবে তাই পাসপোর্ট নাম্বার না থাকায় আপনি অনলাইনে নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে পাসপোর্ট চেক করতে পারবেন না আপনার পাসপোর্ট নাম্বারটি আপনি পাসপোর্ট হাতে পাওয়ার পরে দেখতে পারবেন।আপনারা যারা সরাসরি পাসপোর্ট-অফিস থেকে এক্সপ্রেস পাসপোর্ট আবেদন করেছেন তাদের জন্য পাসপোর্ট চেক করার আরেকটি নিয়ম আছে সেটি হল,
আপনার সুবিধার জন্য বলতে চাই অনলাইনে ই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য www.passport.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে (Application Status )ট্যাব এ যাবেন এরপরে ডেলিভারি স্লিপে থাকা ইনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করে পাসপোর্ট নাম্বার দিয়ে ক্যাপচা পুরন করে পাসপোর্ট চেক করতে পারবেন
E passport check online বাংলাদেশ - পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
বাংলাদেশের যে কন জায়গায় বসে আপনি E passport check online প্রথমে passport.gov.bd সাইটে প্রবেশ করুন তারপর চেক স্টেটাস মেনু থেকে ক্লিক করবেরন, এর পরে নিচের ছবির মত একটি ছবি দেখতে পাবেন
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
আপনাকে দেয়া ডেলিভারি স্লিপ (Delivery slip) এ থাকা Enrolment Id নাম্বাত্র টি দিবেন এবং পরের ঘরে আপনার জন্ম তারিখ দিবেন , এরপরে উপরের দেয়া প্রদত্ত ছবি থেকে কোড বের করে নিচের বক্সে দিয়ে Search এ ক্লিক করবেন এর পরে আপনার পাসপোর্ট তথ্য দেখতে পাবেন।
ই পাসপোর্ট হয়েছে কিনা
ই পাসপোর্ট হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে ই-(E passport check online)পাসপোর্ট ওয়েবসাইটে এপলিকেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট এর বর্তমান অবস্থান যাচাই করতে হবে। পাসপোর্ট তথ্য চেক করার মাধ্যমে আপনি সিউর হতে পারবেন আপনার পাসপোর্ট হয়েছে কিনা
ই পাসপোর্ট থেকে পাসপোর্ট অনুসন্ধান করলে আপনার পাসপোর্ট প্রকৃতি যেমন ডেলিভারি চেক করতে পারবেন ইপাসপোর্ট এর বর্তমান অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম যেমন পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে পরিবর্তিত হয় সব কার্যক্রম শেষে এখন পাসপোর্ট ডেলিভারি হয় নিকটস্থ পাসপোর্ট অফিসে।
পাসপোর্ট ডেলিভারি চেক
সব শেষে বলতে চাই পাসপোর্ট ডেলিভারি স্লিপে পাসপোর্ট ডেলিভারি তারিখ উল্লেখ থাকে কিন্তু ই-পাসপোর্ট এর ক্ষেত্রে উল্লেখ থাকলেও কারো একুশ ২১ দিনের মধ্যে আবার অনেকে্র এক মাসের মধ্যে, এমন কি এক্সপ্রেস ডেলিভারি যে পাসপোর্টটি রয়েছে ই-পাসপোর্টের চেয়ে সেটা ৫ থেকে ৭ দিনের ব্যবধানে দ্রুত পাওয়া যায়।
রিলেটেড পোস্টঃ
- জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় - Lost Birth Certificate Bangladesh
- জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023
- সঠিক ভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩