বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা উধাও হলো যেভাবে - anyupay.com

বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা উধাও হলো যেভাবে

বিকাশে যে টাকাটা আপনি রাখলেন সেটা আপনার টাকা নাকি বিকাশ এর টাকা

বিকাশ কি

আপনি যদি বিকাশ এ ১ কোটি টাকা বিকাশে ঢুকিয়ে ( ক্যাশ ইন করেন ) এই টাকাটা আবার নিজেই ক্যাশ (আউট) করেন। কত খরচ হবে?

বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা উধাও হলো যেভাবে




বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২২ 

  • ১ লাখ ৮৫ হাজার টাকা।

টাকাটা মোবাইলে ঢুকবে আর বের হবে। আপনার ১ লাখ ৮৫ হাজার টাকা গায়েব হয়ে যাবে।
( এক হাজারে ১৮.৫ টাকা করে)
  1. ধরেন এই ১ কোটি টাকা ১০০০ করে দশ হাজার মানুষকে পাঠালেন।
  2. প্রতিবার সেন্ড মানিতে ৫ টাকা করে আরো ৫০ হাজার টাকা গায়েব (মোট ২ লাখ ৩৫ হাজার আউট)
  3. সরকার ৫০ লাখ গরীব মানুষকে ২৫০০ করে টাকা বিকাশে দিয়াছে( এখন নয় গত কয়েক মাস আগের বিষয়)।
  4. এই টাকাটা শুধু ক্যাশ আউট করতেই মোট ২৩ কোটি সাড়ে বারো লাখ টাকা গায়েব হয়ে গেছে!
  5. ভাবতে পারেন?
  6. (এই তেইশ কোটি টাকা ২৫০০ করে দিলে আরো ৯২০০০ গরীব মানুষকে
  7. দেয়া যেত)
  8. এক হাজার টাকা যদি মোট ২০০ জন মানুষ শুধু সেন্ড মানি করে তাইলে এইটা হাওয়া হয়ে যায়

তো, বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কি এই ডিজিটাল ডাকাতির কথা জানে না?
শেয়ার করিয়েন না ভুল করে

রিলেটেড পোস্ট 
বিকাশ পিন লক হয়ে গেলে কি করবো - Bkash pin unlock
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url